Thursday, November 6, 2025

দলের পুরনো কর্মীরা ভালো নেই: ফেসবুক পোস্ট রবীন্দ্রনাথের, ‘বিলম্বিত বোধোদয়’, পাল্টা পার্থ

Date:

Share post:

“দলের পুরনো কর্মীরা ভালো নেই।” সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক পোস্ট করে জল্পনা বাড়ালেন রাজ্যে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল(TMC) নেতা রবীন্দ্রনাথ ঘোষ(Rabindranath Ghosh)। তাঁর এহেন পোস্ট প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে(politics) শুরু হয়েছে গুঞ্জন। এদিকে রবীন্দ্রনাথের পোস্টের পরই পাল্টা একটি পোস্ট করেন প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়(Parthapratim Roy। যেখানে তিনি লেখেন ‘বিলম্বিত বোধোদয়’। সঙ্গে সংযোজন, “ক্রিকেট বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ”।

প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী হওয়ার পাশাপাশি দীর্ঘ ২২ বছর কোচবিহারের জেলা সভাপতির দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তবে ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলাফলের পর তাঁকে সরিয়ে দেওয়া হয় পদ থেকে। বর্তমানে দলের কাউন্সিলর ও পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। খর্ব হয়েছে তাঁর অতীতের ক্ষমতা। এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথের এই পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও নিজের পোস্ট নিয়ে একেবারেই জলঘোলা করতে চান না রবি। তাঁর দাবি সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত মত প্রকাশের জায়গা, আমি পোস্ট করতেই পারি। কোন রাজনৈতিক দলের জন্য এটা পোস্ট করেছি তার কোন মানে নেই।

তবে জল্পনা আরো বাড়ে যখন রবীন্দ্রনাথের সেই সোশ্যাল মিডিয়া পোস্টের পর জেলার প্রাক্তন অস্থায়ী সভাপতি পার্থপ্রতিম রায় একটি পোস্ট করেন । যেখানে তিনি লেখেন, “বিলম্বিত বোধদয়। ‘ক্রিকেট বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ।” পার্থপ্রতিমও অবশ্য জানান, সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টের সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। তবে একটা সময় পার্থপ্রতিম ও রবীন্দ্রনাথের বেশ সুসম্পর্ক ছিল বর্তমানে তাদের সম্পর্ক অবশ্য সাপে-নেউলে। এই পরিস্থিতিতে পোস্ট ও পাল্টা পোস্ট স্বাভাবিকভাবেই কোচবিহার রাজনীতির পারদ বাড়িয়ে তুলেছে।

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...