বাংলা নাটকের পেশাদরিত্বের সার্ধ শতবর্ষ উদাযাপন করল বঙ্গ নাট্য সংহতি। বাংলার নাটককে(Drama) প্রকৃত দর্শকের কাছে পৌঁছে দিতে টিকিট কেটে নাটক দেখার উদ্যোগ নেয় সাধরণ রঙ্গালয়। ১৮৭২ সালে যার শুরু বাংলা থিয়েটারের(Bengali Theatre) আধুনিক যুগের রূপকার গিরিশচন্দ্র ঘোষের(Girish Chandra Ghosh) হাত ধরে। সাধরণ রঙ্গালয়ের এই প্রয়াসের দেড়শ বছরের উদযাপন করল বঙ্গ নাট্য সংহতি। সংগঠনের সম্পাদক প্রকাশ ভট্টাচার্য, মেঘনাদ ভট্টাচার্যের উদ্যোগেই এই অভিনব প্রয়াস। ৬ ডিসেম্বর মঙ্গলবার বর্ণঢ্যভাবে এই উদযাপন হয়। নাটকের প্রাণপুরুষ গিরিশচন্দ্র ঘোষের বাড়ির সামনে থেকে হয় শোভাযাত্রা। এরপর যাওয়া হয় মিনার্ভা থিয়েটারে। পরে তপন থিয়েটারে সমর্ধনা দেওয়া হয় বিশিষ্ট অভিনেত্রী এবং অভিনেতাদের। ছিলেন অভিনেত্রী মাধুরি মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, রত্না ঘোষাল, অভিনেতা দীপঙ্কর দে, বিপ্লব চট্টোপাধ্যায়, দুলাল লাহিড়ি প্রমুখ। বুধবার তপন থিয়েটারে বাংলাদেশেরে শিল্পীদের উপস্থাপনায় তপন থিয়েটারে মঞ্চস্থ হয় ‘নীলদর্পণ’ নাটকটি। বঙ্গ নাট্য সংহতি সম্পাদক প্রকাশ ভট্টাচার্য জিনিয়েছেন, প্রতিমাসেই তপন থিয়েটারে মঞ্চস্থ এযুগের নাট্য পরিচালকদের তৈরি নাটক। আগামী বছরজুড়ে প্রতিমাসেই নানান নাটক উপহার পাবেন নাট্যপ্রেমী দর্শকেরা।

আরও পড়ুন- BNCCI-এর অনুষ্ঠানে পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর ঘোষণা বাবুলের, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় দেবাশিস
