Tuesday, November 11, 2025

কনের সাজ মনোমত হয়নি! মেক আপ আর্টিস্টের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের

Date:

Share post:

নিজের বিয়ে নিয়ে যেকোনও মেয়ের কাছেই স্পেশাল। বিশেষ দিনটিকে স্মরণীয় করতে সুন্দর করে কম বেশি সেজে থাকেন সব মেয়েরাই। আর সেই সাজ নিয়ে মাসের পর মাস বিভিন্ন ভাবনাচন্তা করে তারা। কিন্তু যদি সাজই মাটি হয়ে যায়, তাহলে?বিয়ের দিন সাজগোজ ঠিকমতো না করানোর অভিযোগে সটান থানায় অভিযোগ করে বসলো কনের পরিবার। অভিযোগ শুনে হকচকিয়ে গেল পুলিশও।

আরও পড়ুন:খেলতে গিয়ে ৪০০ ফুট গভীর কুয়ো পড়ল শিশু! মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরের ঘামাপুরে। এলাকার এক তরুণির বিয়ে ছিল গত ৩ ডিসেম্বর। কনের সাজগোজের জন্য কোতয়ালি বাজারের একজন মেক আপ আর্টিস্টের সঙ্গে কথা হয় হবু কনের পরিবারের।  তাদের অভিযোগ আগাম টাকাও মেক আপ আর্টিস্টকে দেন তাঁরা। মেক আপ আর্টিস্ট সময়মতো কনের বাড়িতে পৌঁছনোর আশ্বাস দেন।

কিন্তু পরিবারের দাবি, বিয়ের দিন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সাজাতে আসেননি মেক আপ আর্টিস্ট।ফলে দুশ্চিন্তায় পড়েন পরিবারের লোকেরা। ফোন করেন মেক আপ আর্টিস্টকে। তিনি স্পষ্ট জানিয়ে দেন এই মুহূর্তে কনের বাড়িতে গিয়ে আর সাজিয়ে দেওয়া সম্ভব নয়। পার্লারে এসে সাজতে হবে বলেই জানান মেক আপ আর্টিস্ট। সেই মতো তড়িঘড়ি হবু কনে পার্লারে যান। সঙ্গে ছিলেন তাঁর মা। অভিযোগ, পার্লারে ঢোকার পর মেক আপ আর্টিস্ট কনে ও তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন। কথা দিলেও নিজে না সাজিয়ে একজন সহযোগীকে মেক আপ আর্টিস্ট সে দায়িত্ব দিয়ে দেন বলেও অভিযোগ। কনের পরিবারের দাবি, মনের মতো সাজাতে পারেননি মেক আপ আর্টিস্টের সহযোগী।

বিয়ের সাজ খারাপ হয়ে যাওয়ায় মাথার ঠিক রাখতে পারেননি হবু বধূর পরিবারের লোকজন। সোজা থানায় যান কনের মা। মেক আপ আর্টিস্টের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং ৫০৬ ধারায় মেক আপ আর্টিস্টের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মেক আপ আর্টিস্টকে পাকড়াও করেছে পুলিশ।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...