Saturday, August 23, 2025

মাধ্যমিকের আগে ফোন-টিভিতে সময় নষ্ট নয়! পরীক্ষার্থীদের থেকে ‘মুচলেকা’ আদায় স্কুলের

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ সহকারে নিজের পড়া ভালো করে পড়ব। পরীক্ষা না হওয়া পর্যন্ত কোনওভাবেই মোবাইল ফোন (Mobile Phone) বা টিভির (Television) জন্য সময় নষ্ট করব না। মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে এমনই ‘অঙ্গীকারপত্র’ আদায় করে নিচ্ছেন স্কুলের শিক্ষকরা। শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। তবে পূর্ব বর্ধমান (East Midnapore) জেলার মঙ্গলকোটের মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চবিদ্যালয়ের এমন পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছেন অনেকেই।

মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে পালা করে যাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক (Head Teacher) থেকে শুরু করে সহ-শিক্ষকরা। তাঁরা পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথাও বলছেন। কড়া নজর রাখছেন পড়ুয়াদের উপর। পাশাপাশি পরীক্ষার্থীদের কাছ থেকে অঙ্গীকারপত্র আদায় করছেন শিক্ষকরা। অঙ্গীকারপত্রে পরিষ্কার লেখা, আমি স্বইচ্ছায়, স্বজ্ঞানে অঙ্গীকার করছি, এখন থেকে মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি কোনওভাবেই মোবাইল ফোন ও টেলিভিশনের জন্য সময় নষ্ট করব না। আমি আপ্রাণ চেষ্টা করব মাধ্যমিকে ভাল ফল করে বিদ্যালয়ের ও পরিবারের সুনাম বজায় রাখতে। পাশাপাশি অঙ্গীকারপত্রে সাক্ষী হিসাবে পড়ুয়াদের অভিভাবকদেরও স্বাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে।

স্কুলের প্রধান শিক্ষক সুব্রত সাহা বলেন, করোনা আবহে দীর্ঘদিন পড়ুয়ারা মূল ছন্দ থেকে বিছিন্ন ছিল। তার ফলে পড়ুয়াদের ভীষণভাবে ক্ষতি হয়েছে। তিনি জানান, শুধুমাত্র করোনা পরিস্থিতির মধ্যে পড়ুয়াদের স্মার্টফোনে আসক্তি বহুগুণ বেড়েছে। এটা ভীষণ ক্ষতিকারক হয়ে উঠেছে।

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...