Wednesday, December 24, 2025

CMC Update: কনকনে শীতেও মেডিক্যাল কলেজে গনগনে অনশনের আঁচ

Date:

Share post:

হাওয়া অফিস বলছে শুক্রবার মরসুমের শীতলতম দিন, কিন্তু বিক্ষোভের আঁচে গনগনে কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College)চত্বর। ছাত্র নির্বাচনের দাবি তুলে এবার আমরণ অনশনে (Hunger Strike) বসেছেন ডাক্তারি পড়ুয়ারা (Medical Student)। আজ দ্বিতীয় দিন। সোমবার থেকে বিক্ষোভ শুরু হয়েছিল। তাঁরা অধ্যক্ষ (Principal) সহ অন্যান্য আধিকারিকদের ঘেরাও করেন। পড়ুয়ারা অধ্যক্ষের অফিসের মেঝেতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। অবশেষে ৩৪ ঘণ্টা পর মঙ্গলবার মধ্যরাতে তাঁরা ঘেরাও তুলে নেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষকে ছাত্র সংসদ নির্বাচনের (Students Union Election)জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন পড়ুয়ারা (Students)। তাঁদের দাবি ছিল, বুধবার দুটোর মধ্যে ছাত্র সংসদ নির্বাচন (Student Union Election)নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে। কিন্তু সেইসময় অধ্যক্ষের ঘরে কাউকে দেখতে না পেয়ে নিজেদের অনশনের সিদ্ধান্ত জানান পড়ুয়ারা। সেইমতো বৃহস্পতিবার থেকেই আমরণ অনশনে বসেছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা (Calcutta Medical College Students)।

বৃহস্পতিবার বেলা সওয়া ১১টা নাগাদ এমবিবিএসের চূড়ান্ত বর্ষের ছাত্র রণবীর সরকারের নেতৃত্বে আরও চার জন প্রিন্সিপালের অফিস লাগোয়া বারান্দায় অনশন শুরু করেন। অনশনকারীদের ব্যানারে লেখা ছিল, তাঁদের স্বাস্থ্যের কোনও ক্ষতি হলে তার দায় কলেজের অধ্যক্ষ ও কর্তৃপক্ষের। অনশন মঞ্চেই বইপত্র নিয়ে পড়াশোনা করতে দেখা গিয়েছে ওই পাঁচ জনকে। অনিকেত-সহ সকলেরই বক্তব্য, রোগী, নার্স, চিকিৎসক— কারও সঙ্গেই তাঁদের কোনও বিবাদ নেই। কিন্তু কলেজ কর্তৃপক্ষ দাবি মানছেন না। বুধবার আলোচনা করতে গেলেও অধ্যক্ষ চলে গিয়েছিলেন বলে অভিযোগ তাঁদের। যদিও গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস (Indranil Biswas), সুপার অঞ্জন অধিকারী-সহ শিক্ষক-চিকিৎসকেরা অনশন মঞ্চে গিয়ে কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। কিন্তু তাতে সায় দেননি বিক্ষোভকারীরা বলে জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

এসআইআরের নথি সংশোধন মামলায় বড় নির্দেশ আদালতের

বঙ্গে SIR আবহে ভোটার তালিকা সংশোধনে ব্যবহৃত নথি সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে (ECI) বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...

ফের চারপেয়ের এন্ড্রোস্কোপি! পিকলের পেট থেকে স্কচবাইট বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

গোল্ডির পেট থেকে বেরিয়ে ছিল সেফটিপিন। এবার পিকল-এর পেট থেকে এন্ড্রোস্কোপি (Endoscopy) করে বের করা হল স্কচবাইট। পূর্ব...

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ আরোহীর

নিয়ন্ত্রণে হারিয়ে কন্টেনারে ধাক্কা! বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে এক চারচাকা গাড়ি (Car Accident)। আর তারপরেই...

প্রায় ৫ হাজার শিল্পীকে নিয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা-লোকসংস্কৃতি উৎসব ২০২৫: ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

প্রতিবারের মতো শীতের চাদর গায়ে জড়িয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। সঙ্গে লোকসংস্কৃতি উৎসব ২০২৫। বুধবার হল 'কার্টেন...