Saturday, August 23, 2025

CMC Update: কনকনে শীতেও মেডিক্যাল কলেজে গনগনে অনশনের আঁচ

Date:

Share post:

হাওয়া অফিস বলছে শুক্রবার মরসুমের শীতলতম দিন, কিন্তু বিক্ষোভের আঁচে গনগনে কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College)চত্বর। ছাত্র নির্বাচনের দাবি তুলে এবার আমরণ অনশনে (Hunger Strike) বসেছেন ডাক্তারি পড়ুয়ারা (Medical Student)। আজ দ্বিতীয় দিন। সোমবার থেকে বিক্ষোভ শুরু হয়েছিল। তাঁরা অধ্যক্ষ (Principal) সহ অন্যান্য আধিকারিকদের ঘেরাও করেন। পড়ুয়ারা অধ্যক্ষের অফিসের মেঝেতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। অবশেষে ৩৪ ঘণ্টা পর মঙ্গলবার মধ্যরাতে তাঁরা ঘেরাও তুলে নেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষকে ছাত্র সংসদ নির্বাচনের (Students Union Election)জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন পড়ুয়ারা (Students)। তাঁদের দাবি ছিল, বুধবার দুটোর মধ্যে ছাত্র সংসদ নির্বাচন (Student Union Election)নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে। কিন্তু সেইসময় অধ্যক্ষের ঘরে কাউকে দেখতে না পেয়ে নিজেদের অনশনের সিদ্ধান্ত জানান পড়ুয়ারা। সেইমতো বৃহস্পতিবার থেকেই আমরণ অনশনে বসেছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা (Calcutta Medical College Students)।

বৃহস্পতিবার বেলা সওয়া ১১টা নাগাদ এমবিবিএসের চূড়ান্ত বর্ষের ছাত্র রণবীর সরকারের নেতৃত্বে আরও চার জন প্রিন্সিপালের অফিস লাগোয়া বারান্দায় অনশন শুরু করেন। অনশনকারীদের ব্যানারে লেখা ছিল, তাঁদের স্বাস্থ্যের কোনও ক্ষতি হলে তার দায় কলেজের অধ্যক্ষ ও কর্তৃপক্ষের। অনশন মঞ্চেই বইপত্র নিয়ে পড়াশোনা করতে দেখা গিয়েছে ওই পাঁচ জনকে। অনিকেত-সহ সকলেরই বক্তব্য, রোগী, নার্স, চিকিৎসক— কারও সঙ্গেই তাঁদের কোনও বিবাদ নেই। কিন্তু কলেজ কর্তৃপক্ষ দাবি মানছেন না। বুধবার আলোচনা করতে গেলেও অধ্যক্ষ চলে গিয়েছিলেন বলে অভিযোগ তাঁদের। যদিও গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস (Indranil Biswas), সুপার অঞ্জন অধিকারী-সহ শিক্ষক-চিকিৎসকেরা অনশন মঞ্চে গিয়ে কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। কিন্তু তাতে সায় দেননি বিক্ষোভকারীরা বলে জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...