আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই চালু হতে চলেছে জোকা থেকে তারাতালা মেট্রো রেল পরিষেবা। নভেম্বর মাসেই অনুমতি মিলেছে যাত্রী পরিষেবা শুরু করার। সবঠিকঠাক চললে আগামী ১৭ ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে এই মেট্রো পরিষেবা।তার পরেই সাধারণ মানুষের জন্য চালু হয়ে যাবে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা।

এই পরিষেবা চালু হলে বিশেষ করে বেহালা বাসীদের জন্য অনেকটাই সুবিধা হবে। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে এই প্রকল্পে যাত্রী পরিষেবার ছাড়পত্র দেওয়া হয়েছে । জোকা থেকে তারাতলা পর্যন্ত যাত্রাপথে থাকছে ছ’টি স্টেশন। কর্মী অপ্রতুল হলেও সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবার ফের মেট্রো কর্তৃপক্ষ জোকা মেট্রো স্টেশন পরিদর্শন করেন। খুঁটিয়ে দেখা হয় মেট্রো লাইন থেকে শুরু করে স্টেশনের পরিকাঠামো। পরিদর্শনের পর সিদ্ধান্ত হয় যে আগামী ১৭ ডিসেম্বর উদ্বোধন হতে পারে জোকা থেকে তারাতলা মেট্রো চলাচল।
