Friday, May 16, 2025

বাংলা লড়াই করে, মাথানত করে না: Kiff-র মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নক্ষত্র সমাবেশ। ২৮ তম Kiff-র উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ। আর বৃহস্পতিবার সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা- বাংলা মাথানত করে না। রাজনৈতিক মঞ্চ নয়। কোনও রাজনীতির কথাও বলেননি মমতা। কিন্তু এদিন সারাদেশের নজর যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চের দিকে ছিল, সেখান থেকেই নাম না করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। বললেন, “বাংলা ভিক্ষা চায় না।“

বিভিন্ন সময় বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। দাবি নিয়ে বারবার দরবার করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অবশেষে বছরের শেষে কিছু প্রকল্পের টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলা ভিক্ষা চায় না। যে টাকা রাজ্যে থেকে কেন্দ্র নিয়ে যায়, সেই প্রাপ্যই দাবি করছে। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বারবার তাদের নেতৃত্বকে কোণঠাসা করার অভিযোগ তুলেছে বাংলার শাসকদল। এদিন এইসব ঘটানর কোনও উল্লেখ না করেও, লড়াইয়ের বার্তা দেন মমতা। তুলে ধরেন সম্প্রীতির কথা। বলেন, “বাংলা সব সময় লড়াই করে। একতার জন্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জন্য, মানুষের জন্য, সংহতির জন্য লড়াই করে বাংলা। এই লড়াই আমাদের চলবে। বাংলা ভিক্ষা চায় না। মাথা উঁচু করে চলে।“

হলিউড-বলিউড-টলিউডকে এক সুতোয় গাঁথেন মুখ্যমন্ত্রী। বলেন, Kiff বাংলার সঙ্গে বলিউড থেকে হলিউডকে সংযোগ করে। সবাইকে এই মঞ্চে এসে উদ্বোধনের জন্য অনেক ধন্যবাদ জানান মমতা। বলেন, ’’ভরসা রাখি বাংলা একদিন হলিউড দখল করবে, বলিউড দখল করবে।’’ অমিতাভ থেকে শাহরুখ, জয়া থেকে রানি, শানু থেকে অরিজৎ- সবাইকে বারবার বাংলায় আসার অহ্বান জানান মুখ্যমন্ত্রী।

বক্তৃতায় বাংলার মণীষীদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতার ৭৫তম বছরে প্রয়াত লতা মঙ্গেশকরের গানের মধ্যে দিয়ে শহিদদের স্মরণ করেন মমতা। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে কেকে- যে তারকারা প্রয়াত হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে চলচ্চিত্র উৎসবে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান। সত্যজিৎ-ঋত্বিক থেকে শুরু করে বর্তমানের ফিল্ম পরিচালক- সবার কথাই উল্লেখ করেন মমতা। আগামী ১০দিন ৪২টি দেশের ১৮৩টি সিনেমা দেখানো হবে। Kiff ঘিরে সুস্থ সাংস্কৃতিক পরিবেশের বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:এই সপ্তাহেই শুরু হতে পারে জোকা-তারাতালা মেট্রো পরিষেবা

 

spot_img

Related articles

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...