Saturday, November 15, 2025

প্রার্থী বাছবেন আপনারাই: দলীয় কর্মী-সমর্থকদের মোবাইল ফোনের নম্বর দিয়ে জানালেন অভিষেক

Date:

Share post:

মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায়, সেভাবে দল তৈরি করতে আমরা প্রস্তুত। শনিবার, রানাঘাটের (Ranaghat) সভা থেকে এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনের সভা থেকে তাতলার পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সঙ্গেই অভিষেক ঘোষণা করেন, তৃণমূলের প্রার্থী কে হবেন তা ঠিক করবেন স্থানীয় মানুষই। মোবাইল ফোনের নম্বর জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সরাসরি আমায় জানান কাকে প্রার্থী করতে চান। নম্বর ৭৮৮৭৭ ৭৮৮৭৭ (7887778877)।

এদিন সভার প্রথম কড়া মেজাজে ছিলেন অভিষেক। যে নতুন তৃণমূলের কথা তিনি বলছেন, সেটাই যে গড়ে তুলছেন তারই স্পষ্ট বার্তা ছিল তাঁর বক্তৃতার ছত্রে ছত্রে। পঞ্চায়েত স্তরে ঠিকাদারি নিয়েই দুর্নীতির অভিযোগ ওঠে। এদিন ফের দলীয় কর্মীদের ঠিকাদারি নিয়েই সতর্ক করেন অভিষেক। ঠিকাদারি করলে দলে থাকা যাবে না। বলেন “ঠিকাদারি করলে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। অনেকে স্ত্রীকে প্রার্থী করে নিজে ঠিকাদারি করেন। না হয় নিজে প্রার্থী হয়ে স্ত্রীর নামে ঠিকাদারি করেন। এসব চলবে না।” তৃণমূলে থাকলে মানুষের জন্য কাজ করতে হবে। যাঁরা নিজেদের জন্য তৃণমূল করতে চান, তাঁরা দল থেকে বেরিয়ে যান। কিছু নেতা-নেত্রীর জন্যই নদিয়া তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে বলে মনে করেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। রানাঘাটে আর একবার তৃণমূলকে সুযোগ দেওয়া আবেদন জানান তিনি। এরপরেই বলেন, দাদা ধরে পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না। দুর্নীতি করলে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। পঞ্চায়েত স্তরে প্রার্থী হতে হলে মানুষের কাজ করতে হবে। এলাকায় জনপ্রিয়তা থাকতে হবে।

এরপরে প্রার্থী বাছাইয়ের ভার সরাসরি দলের কর্মী-সমর্থকদের দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ”কাকে এলাকার পঞ্চায়েতে প্রার্থী করতে চান, আমাকে ফোন করে সরাসরি জানান”। নিজের মোবাইল ফোন নম্বর জানিয়ে অভিষেক বলেন, ”আপানাদের আর আমরা মধ্যে যে দেওয়াল ছিল তা ভেঙে দিলাম।” এই কথায় তুমুল উৎসাহ উপস্থিত জনগণ মধ্যে। হাততালি দিয়ে অভিষেকের উদ্যোগের প্রশংসা করেন তাঁরা।

নদিয়ার শান্তিপুর-সহ বেশ কিছু অঞ্চলের মানুষের জীবিকা তাঁতশিল্প। এদিনর বক্তৃতায় তাঁতিদের সমস্যার কথা তুলে ধরেন অভিষেক। মহাজনদের কারণে তাঁতিদের অসুবিধার কথা তুলে ধরেন তিনি বলেন, তাঁতির দাবি নিয়ে আগামী দিনে পথে নামবে তৃণমূলের শ্রমিক সংগঠন। একই সঙ্গে শ্রমিকদের ন্যূনতম আয় মাসিক ১২হাজার করার দাবিতেও AITTUC আন্দোলন করবেন বলে জানান অভিষেক।

 

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...