Friday, August 22, 2025

লালন মৃ*ত্যুর ঘটনায় জনস্বার্থ মামলার রায় স্থগিত! তদন্ত শুরু মানবাধিকার কমিশনের

Date:

Share post:

বগটুই কাণ্ডে (Bogtui Case) লালন শেখের (Lalan Seikh) মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলার (PIL) রায় ঘোষণা স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ (Division Bench) এমনই রায় দিয়েছেন। লালন শেখের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। সোমবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানিতে একথা জানান কেন্দ্রীয় সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী।

জনস্বার্থ মামলাটিতে দু’টি আবেদন করা হয়েছিল। প্রথমত, জনস্বার্থ মামলাটি গ্রহণ করুক কলকাতা হাইকোর্ট এবং দ্বিতীয়ত, লালনের মৃত্যুরহস্য উন্মোচনে হাইকোর্টের নজরদারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) দিয়ে তদন্ত করানো হোক। মামলাকারীর দ্বিতীয় আবেদনের যুক্তিতে সাফ বলা হয়, রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি এই তদন্তের বিষয়ে দক্ষ নয়। এরপরই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের উদ্দেশে বলেন, অবিলম্বে কোনও কমিশন বা কমিটি গঠন করে ঘটনাটির অনুসন্ধান করা হোক। পাশাপাশি রাজ্যের হাতে যাতে কোনও ভাবেই তদন্তভার না যায়, তা নিশ্চিত করারও অনুরোধ জানানো হয়।

অন্যদিকে কেন্দ্রের আইনজীবী ধীরাজ ত্রিবেদী রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে জানান, তদন্তের নামে আমাদের অফিসারদের অযথা হয়রানি করা হচ্ছে। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে সিআইডি (CID) এবং রাজ্য পুলিশের এফআইআর করার পিছনে নির্দিষ্ট কোনও উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনাটি সিবিআই নিজেই খতিয়ে দেখছে।

 

 

spot_img

Related articles

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...

JEE মেধাতালিকায় প্রথম ও দশম কী পড়বেন? জানালেন নিজেরাই

আইনি জটিলতা কাটিয়ে অবশেষে শুক্রবার দুপুরে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের(JEE) ফল। গত ২৭ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স(JEE)...