Thursday, November 6, 2025

শুভেন্দু-সুকান্তদের জন্য বাংলায় ডুবছে বিজেপি: দলীয় বৈঠকে নাড্ডার কাছে অভিযোগ সাংসদদের

Date:

Share post:

দিল্লিতে(Delhi) বঙ্গ বিজেপির দলীয় বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে সুকান্ত-শুভেন্দুদের তুলোধনা করলেন সাংসদরা। তাঁদের অভিযোগ গোষ্ঠীকোন্দল ও নেতৃত্বের একতরফা মনোভাবের জন্যই বাংলায় ডুবছে বিজেপি (BJP)। এমনটা চলতে থাকলে লোকসভা নির্বাচনে চূড়ান্ত ভরাডুবি হবে গেরুয়া শিবিরের। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বাসভবনে বাংলার সাংসদদের নিয়ে বৈঠকে বসে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। সেখানেই সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda), পর্যবেক্ষক সুনীল বনশল, অমিত মালব্যদের কাছে বাংলার দুই শীর্ষ বিজেপি নেতার বিরুদ্ধে নালিশের ডালি খুললেন বাংলার বিজেপির সাংসদরা।

বঙ্গ বিজেপিতে যে ব্যাপক গোষ্ঠী কোন্দল চলছে তা বৈঠকে ঢোকার আগেই স্বীকার করে নিয়েছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সুত্রের খবর, এরপর বৈঠকে সাংসদদের একাংশ অভিযোগ করেন দু’বছরের ব্যবধানে সংগঠন তলানিতে এসে ঠেকেছে। এরপর দোষারোপ ও পাল্টা দোষারোপে শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠক কার্যত মাছের বাজারে পরিণত হয়। সাংসদদের নিশানায় ছিলেন সুকান্ত (Sukanta Majumdar), শুভেন্দু ও রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। এক সাংসদ অভিযোগ করেন, দলের সঙ্গে সাংসদ ও বিধায়কদের কোনও সমন্বয় নেই। এছাড়াও শীর্ষনেতৃত্ব যেভাবে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রাখছেন, তাতে দলেরই ক্ষতি হচ্ছে। কর্মীরা দিশাহীন হয়ে পড়ছেন। কর্মীদের ধরে রাখতে এখনি গোষ্ঠী রাজনীতি বন্ধের উদ্যোগ নেওয়ার আবেদন জানান হয় নাড্ডার কাছে। সেইসঙ্গে সংগঠন মজবুত করতে জনসংযোগে জোর দেওয়ার আবেদন জানান সাংসদরা।

একইসঙ্গে নাড্ডার কাছে স্পষ্টভাবে অভিযোগ জানানো হয়, সংগঠন মজবুত করতে না পারলে লোকসভায় ভরাডুবি হবে। আর পঞ্চায়েত ভোটে (Panchayet Election) অর্ধেকের বেশি আসনেই প্রার্থী দেওয়া যাবে না। দুর্বল সংগঠনের পাশাপাশি সংরক্ষণের গেরোয় প্রার্থী খুঁজে পাওয়া কার্যত অসম্ভব হবে। এক সাংসদের প্রস্তাব, যেখানে প্রার্থী দেওয়া যাবে না, সেখানে তৃণমূল বিরোধী কোনও প্রার্থীকে সমর্থন করুক দল। সেক্ষেত্রে অন্যদলের প্রতীকে জিতে আসা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যকে পরে দলে টেনে নেওয়া যাবে। পঞ্চায়েতের তিনস্তরেই যেখানে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা সম্ভব হবে না সেখানে দলের প্রার্থীকে নির্দল হিসাবে লড়াইয়ের কৌশল নেওয়া যেতে পারে। শীর্ষ নেতাদের কাছে প্রস্তাব দিয়েছেন একাধিক সাংসদ বলে সূত্রের খবর। সবদিক বিবেচনা করেই পঞ্চায়েত ভোটের কৌশল ঠিক হোক বলে দাবি জানান এক সাংসদ।

এদিকে দিল্লিতে সাংসদদের বৈঠকে শুভেন্দুর থাকা নিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুভেন্দুকে নিশানা করে আসানসোলে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু আসানসোলে মৃতদের ও আহতদের পরিবারের পাশে না দাঁড়িয়ে কোন লজ্জায় দিল্লিতে পা রেখেছেন? ওঁর ও ওঁদের জন্য ঘটনা ঘটার সময় কাছাকাছি থাকলেও ঘটনাস্থলে আসেনি। পালিয়ে গিয়েছিল। তৃণমূলের নেতানেত্রী ও সাধারণ মানুষকে উদ্ধার কাজ করতে হয়েছে।”

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...