Monday, November 17, 2025

রাজনৈতিক সৌজন্য! কাঁথির কর্মসূচি আপাতত স্থগিত তৃণমূলের

Date:

Share post:

অশান্তি চায় না তৃণমূল। সেই কারণেই স্থগিত বুধবারের কাঁথির সভা। ওই দিন যুব তৃণমূলের কর্মসূচি ছিল। এবার একই দিনে আদালত থেকে অনুমতি নিয়ে কাঁথিতে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। সেই কারণে আপাতত কাঁথির কর্মসূচি বাতিল করল শাসকদল। তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘আগামিকাল কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই আমরা কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। খুব তাড়াতাড়ি পরবর্তী দিন জানানো হবে। ওদের সভা আগে থেকে ঠিক করা ছিল। ওই একই দিন আমাদের দলেরও কর্মসূচি ছিল। কিন্তু রাজনৈতিক সৌজন্য বশত আমরা আমাদের সভা স্থগিত রাখলাম। একই জায়গায় দু’দলের রাজনৈতিক কর্মসূচি থাকলে অস্থিরতা তৈরি হতে পারে। প্ররোচনা দিয়ে গন্ডগোল পাকানোর জন্য চেষ্টা করতে পারে বিজেপি। এসব বিষয় মাথায় রেখেই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবারের সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। আমাদের নতুন করে শক্তি প্রদর্শন করার দরকার নেই। কারণ অভিষেকের সভা থেকেই আমরা নিজেদের শক্তি দেখিয়ে দিয়েছি।’’

৩ ডিসেম্বর কাঁথিতে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সভাতেই কাঁথির জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই মতোই বুধবার কাঁথিতে সভার আয়োজন করে যুব তৃণমূল। কিন্তু বুধবার কাঁথিতে সেই সভ থেকে এক কিলোমিটার দূরে শুভেন্দুর সভা রয়েছে। অশান্তি এড়াতে নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জোড়াফুল শিবির। দুই রাজনৈতিক দলের কর্মীদের একই রাস্তা দিয়ে যাতায়াতের সম্ভাবনা ছিল। এর থেকে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সে কারণেই নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত করেছে জোড়াফুল শিবির। জেলার যুব নেতা সুপ্রকাশ গিরি বলেন, ‘‘গোটা জেলা জুড়েই আমাদের এক মাস ধরে ‘গদ্দার হটাও’ কর্মসূচি চলছে। সেই মতো আগামিকাল আমাদের সভা করার কথা ছিল। পুলিশের থেকে আগাম অনুমতিও নেওয়া ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী হাই কোর্টে (High Court) গিয়ে ওই একই দিনে সভা করার অনুমতি নিয়ে এসেছেন। আমরা কোনও ঝামেলা চাই না। সেই কারণেই আমরা আগামিকাল সভা করার সিদ্ধান্ত বাতিল করেছি।’’

spot_img

Related articles

বাংলাদেশে মৌলবাদী সংগঠন বাড়াচ্ছেন ইউনূস: সাজা ঘোষণার আগে সরব শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ঘোষণা হবে সাজা। তাতে মৃত্যুদণ্ডের সম্ভাবনা। তা সত্ত্বেও বহু বছরের প্রচেষ্টায় যে আওয়ামী লিগকে প্রতিষ্ঠা...

দিল্লি বিস্ফোরণে গাড়ি ভর্তি ছিল IED! দিল্লিতেই লুকিয়ে ছিল উমরের সহযোগী

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী আমির রশিদ আলি। আশ্চর্যজনকভাবে সেই আমির দিল্লিতে লুকিয়ে থাকলেও প্রায়...

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...