দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু অনান্য দেশগুলিতে ফের হু হু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা।তাতে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্র।আজ, বুধবার দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।
আরও পড়ুন:করোনা পরিস্থিতি কাটিয়ে এবার রেকর্ড ভিড়ের সম্ভাবনা, ২১ডিসেম্বর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী
জানা গেছে, সকাল সাড়ে ১১টা নাগাদ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে বিশ্বের অনান্য দেশের করোনার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
বৈঠকে কেন্দ্রের স্বাস্থ্য সচিব ছাড়াও, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের মহাপরিচালক রাজীব বাহল, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পল এবং টিকা সংক্রান্ত জাতীয় প্রযুক্তি উপদেষ্টা গ্রুপের চেয়ারম্যান এনএল অরোরাকে থাকতে বলা হয়েছে।
সম্প্রতিই চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও আমেরিকায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। আচমকাই করোনার এই বাড়বাড়ন্তে উদ্বিগ্ন কেন্দ্র। এর প্রভাব যাতে দেশে কোনওভাবেই না পড়ে তারজন্য তৎপর ভারত। করোনার গতিবিধি নিয়ে আগেভাগেই বৈঠক সেরে ফেলতে চায় কেন্দ্র। আজকের বৈঠকের পর রাজ্যগুলিকে নতুন করে গাইডলাইন পাঠানো হতে পারে।

ইতিমধ্যে কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজ্যগুলিকে লেখা সতর্কতা চিঠিতে তাই এই দেশে কোভিড আক্রান্তদের জিনোম সিকোয়েন্সে জোর দিতে বলেছেন। যাতে করোনার প্রজাতিকে নজরে রাখা যায়। নতুন প্রজাতির করোনা ভাইরাস এলেও যাতে দ্রুত চিহ্নিত করা যায়।
