বড়দিন দরজায় কড়া নাড়ছে।আর তাকে কেন্দ্র করেই সাজো সাজো রব মহানগরে।আজ, বুধবার থেকেই কলকাতায় ক্রিসমাস ফেস্টিভ্যাল কার্যত শুরু হয়ে গেল।এদিন বিকেলে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দু’বছর করোনা পরিস্থিতি কাটিয়ে এবারের পার্ক স্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যালে আরও বেশি জনসমাগম হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। সেই কথা মাথায় রেখে একাধিক প্রস্তুতি ও নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
শুধু পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে নয়,সেন্ট জেভিয়ার্স কলেজেও বড়দিন পালন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।বড়দিন পালন অনুষ্ঠানে বরাবরই সেন্ট জেভিয়ার্স কলেজে যান তিনি।এ বারও তার ব্যতিক্রম হয় নি।এবারও উৎসবের জন্য পার্ক স্ট্রিট চত্বরে প্রচুর মানুষের সমাগম হবে। সেই কারণে থাকছে বাড়তি নিরাপত্তা।উৎসবের এই কদিন এলাকা জুড়ে থাকছে বাড়তি পুলিশ।মুখ্যমন্ত্রী সবাইকে উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
