Monday, August 25, 2025

“ডেটলাইন দিতে গিয়ে নিজের ডেডলাইন ডিক্লেয়ার করে ফেলেছে!” শুভেন্দুকে ডিসেম্বর খোঁচা মদনের

Date:

Share post:

ফাঁকা কলসীর আওয়াজ বেশি। বেশ কয়েক মাস ধরে হাওয়া গরম করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিসেম্বরে নাকি বড় কিছু হতে চলেছে। শুভেন্দুর সঙ্গে তাল মিলিয়ে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরাও মাঝে মধ্যেই ডিসেম্বর ধামকার কথা শুনিয়েছেন। কিন্তু সুকান্ত-দিলীপ আগেভাগেই ডিসেম্বর ধামাকা নিয়ে ডিগবাজি খেয়েছিলেন। বরং, গোটা বিষয়টি শুভেন্দুর ঘাড়ে চাপিয়ে ছিলেন তাঁরা। অন্যদিকে, শুভেদুর ১২,১৪ আর ২১ তারিখের ডেটলাইন আজই শেষ হচ্ছে। তিনি বলেছিলেন, ডিসেম্বরের এই তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ, নজর রাখতে হবে। বড় কিছু ঘটবে। কিন্তু বুধবার আচমকাই কাঁথিতে নিজের পাড়ায় দাঁড়িয়ে সুরবদল করেছেন বিরোধী দলনেতা।

কিছুটা বিপাকে এদিন বিজেপির সভা থেকে তাঁর বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন। সেই নিয়ে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুভেন্দুর হুঁশিয়ারিতে কিছু যায় আসে না বলেই এ বার কার্যত মন্তব্য করলেন তিনি।

ডিসেম্বর ‘ডেডলাইন’ নিয়ে আচমকা সুরবদল শুভেন্দুর সুর বদলের পর তাঁকে খোঁচা দিতে ছাড়েননি মদন। নিজের স্টাইলে কামারহাটির বিধায়ক বলেন, “শুভেন্দু যেই ডেডলাইন দিল, সঙ্গে সঙ্গে কেরলে আমেরিকার নৌবহর, কাতার-আমেরিকার নৌবহর, বিভিন্ন দেশের নৌবহর, এমনকি পুতিন-জেলেনস্কি থমকে গিয়েছিলেন। শুভেন্দুর ডেডলাইন বলে কথা! আসলে শুভেন্দু বুঝতে পারেনি, ডেটলাইন বলতে গিয়ে কখন ও নিজের ডেডলাইন ডিক্লেয়ার করে দিয়েছে। ওর অফলাইন হয়ে যাওয়ার সময় এসেছে। বোধহয় শুভেন্দু জানুয়ারিতেই চেঞ্জ হয়ে যাচ্ছে।”

গত কয়েক মাসে একাধিক বার বঙ্গ-বিজেপি নেতাদের মুখে ডিসেম্বর ‘ডেডলাইন’ শোনা গিয়েছে। দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার এবং সর্বোপরি শুভেন্দু, ডিসেম্বরে রাজ্যে পালাবদলের জল্পনা উস্কে দিয়েছেন তাঁরা। এমনকি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের উদাহরণও টানতে শোনা গিয়েছে টানতে শোনা গিয়েছে তাঁদের। এমনকি নির্দিষ্ট দিনও বেঁধে দিয়েছিলেন শুভেন্দু। কিন্তু সেই দিন এলেও, বড় ধরনের কিছু ঘটেনি। তাতে বিজেপি-কে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- ২০২০ সালে কতজন ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীর আত্মহ*ত্যা? অভিষেকের প্রশ্নের জবাব নেই কেন্দ্রের কাছে

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...