কংগ্রেসকে(Congress) বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপাকে পড়ল বিজেপি(BJP)। সম্প্রতি একটি টুইট করেছেন অমিত মালব্য(Amit Malabya), যেখানে দেখা যাচ্ছে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর(Rahul Gandhi) জুতো বেঁধে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী ভাওয়ার জিতেন্দ্র সিং আলওয়ার (Jitendra Singh Alwar)। এই টুইটের সঙ্গে রাহুল তথা কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন মালব্য। অবশ্য এই টুইটের পর পাল্টা মালব্যর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আলওয়ার।

বুধবার অমিত মালব্য ভারত জোড়ো যাত্রার একটি টুইট করেন। যেখানে দেখা যাচ্ছে, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে হরিয়ানাতে পদযাত্রা করলেন রাহুল। ঠিক সেই সময় রাহুলের সামনে হাঁটু মুড়ে জুতোর ফিতে বাঁধার ভঙ্গিমায় বসে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভাওয়ার জিতেন্দ্র সিং আলওয়ার। অমিত মালব্যর দাবি, হাঁটতে হাঁটতে রাহুলের জুতোর ফিতে খুলে গিয়েছিল। সেটাই নাকি নতজানু হয়ে বেঁধে দিচ্ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ। অবশ্য মালব্যর এই টুইটকে মিথ্যা বলে দাবি করেছে কংগ্রেস। অন্যদিকে মালব্যের এহেন আচরণে যারপরনাই ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী আলওয়ার। এই ভিডিওকে ভুয়ো বলে দাবি করে তিনি জানান, রাহুলের সামনে তিনি ঝুঁকেছিলেন ঠিকই কিন্তু সেটা রাহুলের জুতোর ফিতে বাঁধার জন্য নয়। মিথ্যা টুইট করার জন্য মালব্যকে ক্ষমা চাইতে হবে। নাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতেও মিথ্যা টুইটের জন্য একহাত নিয়েছেন মালব্যকে। তাঁর দাবি, ভারত জোড়ো যাত্রাকে ভয় পেয়েই এই ধরনের ভুয়ো ভিডিও ছড়াচ্ছে বিজেপি।


Former union minister Bhanwar Jitendra Singh goes down on his knee to tie Rahul Gandhi’s shoe lace. The arrogant entitled brat instead of helping himself is seen patting his back…
इसी परिपाटी की बात कर रहे थे खड़गे जी? कांग्रेस में पिद्दियों की कमी नहीं है। pic.twitter.com/FtHCCwNTwu
— Amit Malviya (@amitmalviya) December 21, 2022