Sunday, January 11, 2026

রাহুলের জুতো বেঁধে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী! মালব্যের টুইটে বিতর্ক

Date:

Share post:

কংগ্রেসকে(Congress) বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপাকে পড়ল বিজেপি(BJP)। সম্প্রতি একটি টুইট করেছেন অমিত মালব্য(Amit Malabya), যেখানে দেখা যাচ্ছে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর(Rahul Gandhi) জুতো বেঁধে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী ভাওয়ার জিতেন্দ্র সিং আলওয়ার (Jitendra Singh Alwar)। এই টুইটের সঙ্গে রাহুল তথা কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন মালব্য। অবশ্য এই টুইটের পর পাল্টা মালব্যর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আলওয়ার।

বুধবার অমিত মালব্য ভারত জোড়ো যাত্রার একটি টুইট করেন। যেখানে দেখা যাচ্ছে, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে হরিয়ানাতে পদযাত্রা করলেন রাহুল। ঠিক সেই সময় রাহুলের সামনে হাঁটু মুড়ে জুতোর ফিতে বাঁধার ভঙ্গিমায় বসে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভাওয়ার জিতেন্দ্র সিং আলওয়ার। অমিত মালব্যর দাবি, হাঁটতে হাঁটতে রাহুলের জুতোর ফিতে খুলে গিয়েছিল। সেটাই নাকি নতজানু হয়ে বেঁধে দিচ্ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ। অবশ্য মালব্যর এই টুইটকে মিথ্যা বলে দাবি করেছে কংগ্রেস। অন্যদিকে মালব্যের এহেন আচরণে যারপরনাই ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী আলওয়ার। এই ভিডিওকে ভুয়ো বলে দাবি করে তিনি জানান, রাহুলের সামনে তিনি ঝুঁকেছিলেন ঠিকই কিন্তু সেটা রাহুলের জুতোর ফিতে বাঁধার জন্য নয়। মিথ্যা টুইট করার জন্য মালব্যকে ক্ষমা চাইতে হবে। নাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতেও মিথ্যা টুইটের জন্য একহাত নিয়েছেন মালব্যকে। তাঁর দাবি, ভারত জোড়ো যাত্রাকে ভয় পেয়েই এই ধরনের ভুয়ো ভিডিও ছড়াচ্ছে বিজেপি।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...