Wednesday, November 5, 2025

রাহুলের জুতো বেঁধে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী! মালব্যের টুইটে বিতর্ক

Date:

Share post:

কংগ্রেসকে(Congress) বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপাকে পড়ল বিজেপি(BJP)। সম্প্রতি একটি টুইট করেছেন অমিত মালব্য(Amit Malabya), যেখানে দেখা যাচ্ছে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর(Rahul Gandhi) জুতো বেঁধে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী ভাওয়ার জিতেন্দ্র সিং আলওয়ার (Jitendra Singh Alwar)। এই টুইটের সঙ্গে রাহুল তথা কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন মালব্য। অবশ্য এই টুইটের পর পাল্টা মালব্যর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আলওয়ার।

বুধবার অমিত মালব্য ভারত জোড়ো যাত্রার একটি টুইট করেন। যেখানে দেখা যাচ্ছে, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে হরিয়ানাতে পদযাত্রা করলেন রাহুল। ঠিক সেই সময় রাহুলের সামনে হাঁটু মুড়ে জুতোর ফিতে বাঁধার ভঙ্গিমায় বসে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভাওয়ার জিতেন্দ্র সিং আলওয়ার। অমিত মালব্যর দাবি, হাঁটতে হাঁটতে রাহুলের জুতোর ফিতে খুলে গিয়েছিল। সেটাই নাকি নতজানু হয়ে বেঁধে দিচ্ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ। অবশ্য মালব্যর এই টুইটকে মিথ্যা বলে দাবি করেছে কংগ্রেস। অন্যদিকে মালব্যের এহেন আচরণে যারপরনাই ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী আলওয়ার। এই ভিডিওকে ভুয়ো বলে দাবি করে তিনি জানান, রাহুলের সামনে তিনি ঝুঁকেছিলেন ঠিকই কিন্তু সেটা রাহুলের জুতোর ফিতে বাঁধার জন্য নয়। মিথ্যা টুইট করার জন্য মালব্যকে ক্ষমা চাইতে হবে। নাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতেও মিথ্যা টুইটের জন্য একহাত নিয়েছেন মালব্যকে। তাঁর দাবি, ভারত জোড়ো যাত্রাকে ভয় পেয়েই এই ধরনের ভুয়ো ভিডিও ছড়াচ্ছে বিজেপি।

spot_img

Related articles

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...