Wednesday, January 14, 2026

জেলে থাকাকালীন দু’বার প্রাণনাশের হুমকি বেকারকে

Date:

Share post:

আট মাসের জেল জীবনে দু’বার প্রাণনাশের হুমকি পেয়েছেন বরিস বেকার। এমনটাই স্বয়ং নিজেই জানালেন বেকার। জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন তিনি। কিন্তু কারাবাসের ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে পড়লে এখনও শিউরে উঠছেন বরিস বেকার। সম্পত্তি গোপন করা এবং কর ফাঁকি দেওয়ার অপরাধে আড়াই বছরের জেল হয়েছিল বেকারের। আট মাস জেলে কাটানোর পর গত সপ্তাহে ছাড়া পেয়েছেন তিনি। মুক্ত হওয়ার পর জানিয়েছেন জেল জীবনের অভিজ্ঞতা।

এ নিয়ে বুধবার প্রথম মুখ খুলেছেন জার্মান টেনিস কিংবদন্তি। বেকারের বক্তব্য, ‘‘জেলের কুঠুরিতে রাতগুলো ছিল ভয়াবহ ও নৃশংস। পুরো পরিবেশটাই তখন পাল্টে যেত। সেই অভিজ্ঞতা মনে পড়লে এখনও শিউরে উঠছি।

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী আরও জানাচ্ছেন, জেলে থাকাকালীন দু’বার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু জনা দশেক কয়েদির হস্তক্ষেপে ব্যাপারটা খুব বেশিদূর গড়ায়নি। যে কয়েদিরা তাঁকে বাঁচিয়েছিল, তাদের সঙ্গে রক্তের সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানিয়েছেন প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন। বেকার বলেন, ‘‘জন বলে এক কয়েদি একাধিক খুনের জন্য ২৫ বছরের কারাদণ্ডের সাজা খাটছিল। ও আমাকে হুমকি দেয়, টাকা না দিলে আমাকে খুন করবে। আরেক কয়েদি, যার নাম আইকে। সেও আমার উপর হঠাৎ করেই চড়াও হয়েছিল। তবে বাকি কয়েদিরা দু’বারই গোটা পরিস্থিতি সামলে নিয়েছিল।’’

বেকার আরও জানিয়েছেন, ‘‘পরের দিনই আইকে আমার আগে গতরাতের ঘটনার জন্য ক্ষমা চাইল! মাটিতে শুয়ে পড়ে বারবার ক্ষমা চাইছিল। আমি ওকে বুকে জড়িয়ে ধরি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...