Saturday, August 23, 2025

Ranaghat: হিন্দুত্বে শান, ২৫ ডিসেম্বর সনাতনীদের ‘মন কি বাত’ শোনার বার্তা শুভেন্দুর

Date:

Share post:

হিন্দি বলয়ের উগ্র হিন্দুত্বকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। রানাঘাটে(Ranaghat) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) পাল্টা সভায় হিন্দুত্বের পাঠ দিয়ে শুভেন্দু বাতলে দিলেন কীভাবে সনাতনীরা বড়দিন ও ১ জানুয়ারি পালন করবেন।

মতুয়া ভোটকে পাখির চোখ করে শুক্রবার রানাঘাটে সভা করেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে এখানে সভা করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ছিল তারই পাল্টা সভা। এই সভা থেকেই সনাতনীদের হিন্দুত্বের পাঠ দেন শুভেন্দু অধিকারী। সভার শেষের দিকে জনগণের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, ‘২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি কীভাবে উদযাপন করবেন?’ এরপর এই দুই উৎসব উদযাপনের মন্ত্র বাতলে বিরোধী দলনেতা বলেন, “২৫ তারিখ বড়দিন। তা পরে পালন হবে। আগে সকাল বেলা তুলসী পুজো হবে। ওই দিন তুলসী পূজন দিবস। তার পর ১১টায় মন কি বাত। তা ছাড়া অটলবিহারী বাজপেয়ীজির জন্মদিন উপলক্ষে সেদিন সুশাসন দিবস হিসাবে পালিত হবে।” এরপরেই শুভেন্দু একলাফে পৌঁছে যান ১ জানুয়ারি। বলেন, ‘পয়লা জানুয়ারি? আমরা ইংরাজি নববর্ষ পরে পালন করব। আমরা প্রথমে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব পালন করব। তাই তো? চুক্তি হয়ে গেল? সত্য সনাতন ধর্মের জয়।’

উল্লেখ্য, রানাঘাট উদ্বাস্তু অধ্যুষিত মতুয়া গড় বলেই পরিচিত। গত লোকসভা রানাঘাটে পদ্ম ফুটেছিল। তবে, বিধানসভা উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জোড়-ফুল ফটে। এদিকে মুখে সিএএ কার্যক হবে বলে দাবি করলেও বাস্তবে তার কোনও প্রতিফলন নেই। ফলে আর ঝুঁকি নিয়ে রাজি নন বিজেপি নেতারা। সামনেই পঞ্চায়েত ভোট। ২৪য়ে লোকসভা। সেই সভা থেকে হিন্দুত্বের লাইনেই হাঁটলেন শুভেন্দু অধিকারী।

spot_img

Related articles

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...