Saturday, January 10, 2026

যোগীরাজ্যে আজবকাণ্ড! গুরুতর অসুস্থ ছাত্রীদের চিকিৎসায় ডাকা হল তান্ত্রিক

Date:

Share post:

মিড ডে (Mid Day Meal) মিলের খাবার খেয়ে অসুস্থ (Ill) কমপক্ষে ১৫ ছাত্রী। আর অসুস্থ ছাত্রীদের চিকিৎসার জন্য কোনও চিকিৎসক নয়, ডাকা হল এক তান্ত্রিককে (Occultist)। সম্প্রতি এমন খবর প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে জোর বিতর্ক। ইতিমধ্যে স্কুলটির বিষয়ে যোগী সরকারকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission)। স্কুল কর্তৃপক্ষ ভেবেছিলেন কোনও অশুভ আত্মা ছাত্রীদের মধ্যে ভর করেছে। আর সেই কারণেই ডাকা হয় তান্ত্রিককে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অসুস্থ ছাত্রীদের হাসপাতালে ভর্তি করে। এদিকে বিষয়টি জানাজানি হতেই তদন্তের (Investigation) নির্দেশ দেয় জেলা প্রশাসন। পুলিশ সূত্রে খবর, অসুস্থ ছাত্রীদের অধিকাংশের বয়স ৯ থেকে ১৩ বছরের মধ্যে।

সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মাহোবা জেলার একটি সরকারি স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে ১৫ জন ছাত্রী। তাঁদের চিকিৎসার জন্য কোনও চিকিৎসকের সাহায্য নেওয়া হয়নি বলে অভিযোগ। উল্টে এক তান্ত্রিককে ডেকে আনা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঘটনাটি যদি সঠিক হয়, তাহলে অসুস্থ ছাত্রীদের মানবাধিকার গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে। অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে স্কুল কর্তৃপক্ষ তান্ত্রিককে ডেকে পাঠিয়েছিলেন সমস্যা সমাধানের জন্য। মানবাধিকার কমিশন সাফ জানিয়েছে, সরকারি স্কুলে অন্ধবিশ্বাসের চর্চা কখনই গ্রহণযোগ্য নয়।

এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশে উত্তরপ্রদেশের মুখ্যসচিবকে ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট স্কুলের ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। ভবিষ্যতে রাজ্যের সরকারি স্কুলগুলিতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে সরকার কী কী পদক্ষেপ করছে, তাও জানতে চেয়েছে কমিশন। পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে মিড ডে মিলের মান নিয়েও।

 

 

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...