Sunday, August 24, 2025

মার্কিন সংসদ ক্যাপিটাল হামলার মূলচক্রী ডোনাল্ড ট্রাম্প! এবার কি ৪০ বছর কারাদণ্ডের সাজা?

Date:

Share post:

আমেরিকায় রাষ্ট্রপতির চেয়ারে নিজেকে দ্বিতীয়বার দেখতে নির্বাচনের সময় একাধিক ষড়যন্ত্র রচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনকি, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদ ক্যাপিটলে যে হামলা চলে সেটিও ঘটিয়েছিলেন ট্রাম্পই! তদন্ত (Investigation) শেষে এমনই রিপোর্ট জমা দিয়েছে ৯ কংগ্রেস (Congress) সদস্যের কমিটি।

মোট ৮৪৫ পাতার ওই তদন্ত রিপোর্টে ক্যাপিটলে হামলার জন্য সম্পূর্ণ দায়ী করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকেই। এই তদন্তের শুনানির সময় আমেরিকায় ক্ষমতায় থাকা ডেমোক্রেটিক পার্টির (Democratic Party) নেতৃত্বাধীন কমিটি ১ হাজারেরও বেশি ব্যক্তির সাক্ষাৎকার নেয়। নেওয়া হয় তাঁদের সই ও প্রামাণ্য নথিও। সাক্ষীদের মধ্যে রয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি, তাঁর দল রিপাবলিকান পার্টির (Republican Party) সদস্যরা, হামলাকারী কিছু ব্যক্তিও।

রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্প কীভাবে সরকারি আধিকারিক, আইন লাগুকারী ও তৎকালীন উপ-রাষ্ট্রপতি মাইক পেন্সের উপর চাপ সৃষ্টি করেন, তারও সবটা সবিস্তারে রিপোর্ট আকারে জমা দিয়েছে ৯ সদস্যেদর তদন্ত কমিটি। এই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসতেই খুব স্বাভাবিকভাবেই বেশ বিপাকে পড়েছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

তদন্ত রিপোর্টে সুপারিশ করা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। চারটি ফৌজদারি মামলা লাগু করতেও বলা হয়েছে। এর ফলে ট্রাম্পের ৪০ বছরের জেল ও ১ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। যা ওই রাজনৈতিক কেরিয়ার ও ব্যক্তিজীবনে বড় ধাক্কা হতে পারে বলে মত ওয়াকিবহল মহলের। ক্যাপিটলে হামলার ঘটনায় একাধিক অভিযুক্ত সাজা পেয়েছেন। এবার কি তাহলে মূলচক্রী ট্রাম্পের পালা!

 

 

spot_img

Related articles

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...