আজ বড়দিন। এই দিনটিতেই চলতি বছরের শেষ ‘মন কি বাত’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এদিন বক্তব্যের শুরু থেকেই ২০২২ সাল দেশ কী কী কাজ সম্পন্ন করেছে, তার খতিয়ান তুলে ধরেন।
আরও পড়ুন:মোদির মন কি বাত অনুষ্ঠান চলাকালীন থালা বাজিয়ে প্রতিবাদ কৃষকদের
৯৬ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেন, “২০২২ সাল একটা বিশেষ বছর। এবছর স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করল এবং দেশজুড়ে অমৃত মহোৎসব শুরু হল। এই দেশ সকলের সঙ্গে একযোগে কাজ করেছে। ২০২২ মানে আত্মনির্ভর ভারত। ভারতের স্বনির্ভরতা বিশ্বে নজর কেড়েছে। এবছর হর ঘর তিরঙ্গা অভিযান সফল হয়েছে।”
পাশাপাশি কোভিড মোকাবিলা প্রসঙ্গে আয়ুর্বেদ ও যোগার উপর ভরসা রাখার বার্তা দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে আগামী বছরকে ২০২৫-এর মধ্যে ভারতকে যক্ষ্মামুক্ত করতে হবে।
