গুয়াহাটি কলকাতা স্পেশাল এক্সপ্রেসে (Guwahati Kolkata Special Express) আগুন আতঙ্ক। গুয়াহাটি থেকে কলকাতার (Kolkata)দিকে আসার সময় ট্রেনের একটি কোচ থেকে হঠাৎই ধোঁয়া দেখা যায়। কাটোয়া (Katwa) স্টেশনে দাঁড় করান হয় গুয়াহাটি কলকাতা স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি বলে রেল সূত্রে খবর। প্রায় ঘন্টাখানেক ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। অবশেষে পরিস্থিতি সামাল দেওয়া গেছে বলে পূর্ব রেল (Eastern Railway) সূত্রে খবর।

বড়দিনের সকালে ট্রেনে হঠাৎ করেই আগুন আতঙ্ক। ট্রেনটি কাটোয়া স্টেশনে প্রবেশ করলে হঠাৎ করে এসি কোচ থেকে থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বাতানুকুল কোচের (AC Compartment) পরিষেবা গুলি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে । আচমটাই এসি কামরা থেকে গল গল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। তড়িঘড়ি খবর পাওয়া মাত্রই রেলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। আগুন আতঙ্কে হুড়মুড়িয়ে কামড়া থেকে নেমে পড়েন যাত্রীরা। কাটোয়া স্টেশনের সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা সময় ধরে এসি কামরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। এর ফলে যাত্রীদের মনে প্রবল অসন্তোষ সৃষ্টি হয় । ঘন্টাখানেক স্টেশনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে চালু হয় ট্রেন। অস্বাভাবিক ধোঁয়ার জেরে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে।
