Wednesday, December 24, 2025

নেইমারদের নতুন কোচ হিসাবে জিদানকে চাইছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে কাতার বিশ্বকাপ। ২০২২ কাতার বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছেন আর্জেন্তিনা। ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কোচ তিতে। এরপর সেলেকাওদের নতুন হেড কোচ খোঁজার কাজ শুরু হয়েছে। একের পর এক শোনা যায় এই পদের জন‍্য। কখনও গুয়ার্দিওয়ালা তো কখনো মরিনহো। আর এখন শোনা যাচ্ছে নেইমারদের কোচের জন‍্য এগিয়ে জিনেদিন জিদান।

এক ফরাসি পত্রিকার  রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলের নতুন ম্যানেজার হিসেবে জিনেদিন জিদানের প্রতি আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন। এবং যা খবর, ব্রাজিলীয় কোচ নিয়োগের রীতি ভাঙতে পারে সে দেশের ফুটবল সংস্থা।

২০২১ সালের মে মাস থেকে কোচিংয়ের বাইরে রয়েছেন জিদান। তারপর ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড সহ একাধিক ক্লাবের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে তিনি জাতীয় দলেই কোচিং করাতে চাইছেন ফরাসি এই কিংবদন্তী।

কয়েক দিন আগে অবধি খবর ছিল, ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব পেতে পারেন জিনেদিন জিদান। কিন্তু বিশ্বকাপের ফাইনালের পর দিদিয়ের দেশঁর প্রতি আস্থা রয়েছে ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশনের। আর সেই কারণে আগামী সপ্তাহ অবধি অপেক্ষা রয়েছে, যদি দেশঁ নিজের চুক্তি বাড়িয়ে নেন।

যদি দেশঁ ফ্রান্স কোচের দায়িত্বে থেকে যান, সেক্ষেত্রে জিদানকে প্রস্তাব দিতেই পারে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লিগ এবং দুইবার লা লিগা জিতিয়েছেন জিদান।

আরও পড়ুন:নর্থইস্টের কাছে ম‍্যাচ হেরে কী বললেন বাগান কোচ?

 

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...