Thursday, November 6, 2025

রানাঘাটে নিজেদের অধিকার অটুট রাখার ডাক কুণালের

Date:

Share post:

নিজেদের অধিকার বজায় রাখতে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকার ডাক দিলেন কুণাল ঘোষ।এরই পাশাপাশি, আদি বিজেপিদের জন্য দলের দরজা খোলা আছে বলে জানালেন।সোমবার রানাঘাটে প্রতিবাদী জনসভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন বিনামূল্যে স্বাস্থ্য , বিনামূল্যে শিক্ষা, বিনামূল্য রেশন কীভাবে দেওয়া যায়। আর সেগুলোকে নকল করে বিজেপি নিজেদের বলে চালাতে চাইছে। আর তার মধ্যে কিছু দলবদলু প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যক্তি হিংসা নিয়ে নেমে পড়েছে।

এদিন কুণাল সাফ বলেন, ইডি-সিবিআই-বিএসএফের এরিয়া বাড়িয়ে দিতে হবেট এনআইএ কিছুই বাদ নেই। চৈতন্যদেবের স্মৃতিধন্য এখানেও ওরা কুৎসা করে গেছে। মাঝখানে আবার খোল করতাল নিয়ে নাচছিল। শুভেন্দুকে কটাক্ষ করে এদিন মঞ্চ থেকে একটি পুরনো রেকর্ড শোনান কুণাল। যেখানে শুভেন্দু নিজে তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন, প্রকল্পের সাফল্য নিয়ে সাওয়াল করছেন।কয়েক বছর আগের রেকর্ড শুনিয়ে কুণাল বলেন, আর এখন নিজে বাঁচতে অমিত শাহর  পা চাটছে।তাঁর স্বগোক্তি, হ্যাঁ আমাদের ৯৯ শতাংশ কাজ ঠিক এক শতাংশ ভুল। যেটা ভুল সেটা আমরা শুধরে নেব, আর যেটা অন্যায় তার জন্য শাস্তির ব্যবস্থা আছে।তিনি স্মরণ করিয়ে দেন, বিজেপির নিশীথ প্রামানিকের বাবার নাম আবাস যোজনার তালিকায়। এটা কী করে হয় প্রশ্ন তোলেন কুণাল।বাম জমানার কঙ্কাল কাণ্ডের মন্ত্রী আবার জেগে উঠছে। বিজেপির মঞ্চে দাঁড়িয়ে আমাদের হুমকি দেবে মেনে নেব না।কিন্তু আমরা কোনও প্ররোচনায় পা দেব না।

কুণালের সাফ কথা, আপনাকে আপনার অধিকারটা বজায় রাখতে হবে। আপনি যদি স্বাস্থ্যসাথী চান, কন্যাশ্রী চান, লক্ষ্মীর ভান্ডার চান তবে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে।আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের কর্মীরা অশান্তি চায় না। মমতাদি রাজ্যবাসীকে ৬০ থেকে ৭০ টা স্কিম দিয়েছেন। আমাদের কোনও দরকারই পরে না ঝগড়া করতে যাবার। আপনাদেরকে বুঝতে হবে কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল, কোনটা শুভ কোনটা অশুভ শক্তি।

কুণালের স্পষ্ট কথা, বিজেপির কাছ থেকে হিন্দুত্ব শিখব না। আমরা শ্রীচৈতন্য হিন্দুত্ব শিখব, রামকৃষ্ণের হিন্দুত্ব শিখব। আমরা স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব শিখব। যে হিন্দুত্ব ধর্মে ধর্মে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে সেই হিন্দুত্বের বাংলার মাটিতে কোনও জায়গা নেই।

আদি বিজেপি যারা আছেন যেসব দলবদলুগুলো আপনাদের ছাতার তলায় গিয়ে নিজেরা বাঁচতে চাইছে আপনারা তাদের সঙ্গে থাকবেন কিনা সেটা আগে ঠিক করুন। বরং দলবদলুদের আমাদের হাতে তুলে দিন। আমার ভবিষ্যতে এদের বুঝে নেব। আপনারা এই দলবদলুদের নেতৃত্বে আনবেন না। প্রগতিশীল ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মঞ্চে আপনারা চলে আসুন।যারা শুভেন্দুর টাকা নেওয়ার ভিডিও দেখেছেন , আর তখন বলেছিলেন ওর গ্রেফতার চাই। সিবিআই যার নামে এফআইআর করেছে সে এখন বাঁচতে আপনাদের ছাতার তলায়। তিনি বলেন, তৃণমূলের অনেক প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন। আসুন ২০২৪ সালে লালকেল্লা থেকে ভাষণ দেবেন এই নদিয়ার তাঁতের শাড়ি পরা, হাওয়াই চপ্পল পরা এক মহিলা. তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...