Saturday, August 23, 2025

ভয়ঙ্কর নয় নতুন ভ্যারিয়েন্ট, কোভিড নিয়ে গুজব না ছড়ানোর বার্তা আইসিএমআরের

Date:

Share post:

কেন্দ্র বা রাজ্য সরকারগুলি কোনওরকম ঝুঁকি না নিয়ে সমস্ত রকম প্ৰস্তুতি শুরু করে দিয়েছে। তবে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে দুশ্চিন্তা তো দূরের কথা, কোনও ধরনের উদ্বেগ বা আতঙ্কের কারণই নেই। ভারতে এর আগেও ওমিক্রনের বিএফ.৭ নামের সাবভ্যারিয়েন্ট ধরা পড়েছিল। তাঁরা প্রত্যেকে সুস্থ হয়ে গিয়েছেন। আক্রান্তদের জন্য ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়েছিল, এমনটাও নয়। তাই নতুন কোভিডের জন্য দেশজুড়ে ফের প্রথম বা দ্বিতীয় ঢেউয়ের মতো উদ্বেগজনক পরিস্থিতি হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন আইসিএমআরের গবেষক ডাঃ সমীরণ পান্ডা।

আরও পড়ুন:ন্যাজাল ভ্যাকসিনের দাম চূড়ান্ত করল কেন্দ্র

আইসিএমআরের মহামারীবিদ্যা বিভাগের প্রাক্তন প্রধান ডাঃ পান্ডা। বিগত দু’বছর ধরে দেশে করোনা মোকাবিলার বিভিন্ন নীতি নির্ধারণে তিনি ছিলেন প্রথম সারিতে। চলতি বছরই আইসিএমআর-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদ থেকে অবসর নিয়েছেন তিনি। বর্তমানে তিনি রয়েছেন ‘আইসিএমআর-ডাঃ এ এস পানিটাল ডিস্টিংগুইশড সায়েন্টিস্ট চেয়ার’ পদে।


বর্তমানে গোটা বিশ্বে নতুন করে কোভিডের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এদেশেও। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সোজাসাপ্টা জবাব দেন সমীরণবাবু। তাঁর কথায়, “ভ্যারিয়েন্টের চেয়েও করোনা নিয়ে বাজে খবর, ফেক মেসেজ, তথ্য যাচাই না করে ফরোয়ার্ড করা হোয়াটসঅ্যাপ বার্তা আমার কাছে অনেক বেশি দুশ্চিন্তার। সকলকে একান্ত অনুরোধ, বাজে খবরে কান দেবেন না। কোনও মেসেজ যাচাই না করে ফরোয়ার্ড করবেন না। কারণ, গুজব হাওয়ার থেকেও দ্রুত ছড়ায়। নতুন ভ্যারিয়েন্টের জন্য হাহুতাশ করার কারণ নেই।” তাঁর এই দাবির সঙ্গে অন্যান্য চিকিৎসকরাও সহমত পোষণ করেছেন।

spot_img

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...