Sunday, August 24, 2025

সাকেতের গ্রেফতারিতে এবার গুজরাট পুলিশের বিরুদ্ধে মামলা মানবাধিকার কমিশনের

Date:

Share post:

তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের(Saket Gokhle) অবৈধ গ্রেফতারের ঘটনায় এবার গুজরাট পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করল জাতীয় মানবাধিকার কমিশন। বেআইনিভাবে সাকেতকে হেফাজতে রাখা ও জয়পুর(Jaypur) থেকে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে ট্রানজিট রিমান্ডে আহমেদাবাদ নিয়ে আসার ঘটনায় এবার গুজরাট পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন(NHRC)।

মানবাধিকার কমিশনের দায়ের মামলায় জানানো হয়েছে, আক্রান্ত ব্যক্তি সাকেত গোখেল গত ৫ ডিসেম্বর রাত্রি ১০ টায় দিল্লি থেকে জয়পুর আসার পর কোনও কারণ না দেখিয়ে তাঁকে আটক করে সিআইএসএফ। এমনকি তাঁর ফোন কেড়ে নেওয়া হয়। রাত্রি ১.৩০ অবধি তাঁকে বিমানবন্দরে আটকে রাখা হয়। এরপর বিমানবন্দর থেকেই আহমেদাবাদ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আক্রান্ত ব্যক্তি বারবার তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য নিজের ফোন চাইলেও তাঁকে ফোন দেওয়া হয়নি। যোগাযোগ করতে দেওয়া হয়নি নিজের পরিবার বা আইনজীবীর সঙ্গে। এক বছর আগে জটিল হার্ট সার্জারি হয়েছিল এমন ব্যক্তিকে এই অবস্থাতেই ১২ ঘণ্টা গাড়িতে সফর করিয়ে জয়পুর থেকে আহমেদাবাদ আনা হয়। জয়পুর থেকে গুজরাট আনার সময় কোনওরকম ট্রানজিট রিমান্ড নেওয়া হয়নি স্থানীয় প্রশাসনের তরফে। এমনকি আদালতের অনুমতি ছাড়াই তাঁকে নিজেদের হেফাজতে রাখে পুলিশ। সম্পূর্ণ বেআইনিভাবে ২৮ ঘণ্টা তাঁকে আটকে রাখা হয় নিজেদের হেফাজতে। এমনকি জয়পুর থেকে আনার সময় তাঁকে গ্রেফতার করা হয়নি ফলে আক্রান্ত ব্যক্তির অনিচ্ছায় তাঁকে জোর করে বেআইনিভাবে গুজরাট আনা হয়।

 

কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের এহেন পদক্ষেপে খুশি তৃণমূল নেতা সাকেত গোখলে এদিন টুইট করে মানবাধিকার কমিশনের মামলার সমস্ত নথি তুলে ধরেন সাকেত। সঙ্গে টুইটারে লেখেন, “৩ সপ্তাহ আগে আমার বেআইনি গ্রেফতারের ঘটনায় কেন্দ্রীয় মানবাধিকার কমিশন যে পদক্ষেপ নিয়েছে তাতে আমি খুশি। ওই দিন সম্পূর্ণ বেআইনিভাবে কোনও ট্রানজিট রিমান্ড ছাড়া জয়পুর থেকে আহমেদাবাদ আনা হয়। এবং বেআইনিভাবে হেফাজতে রাখা হয়।” উল্লেখ্য, গুজরাটের মোরবিতে ব্রিজ দুর্ঘটনা ও ১৪০ জনের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে একটি টুইট রিটুইট করেছিলেন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে। টুইটে লেখা দাবি ছিল, মানুষের জীবনের থেকে মোদীর ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ফটো তোলার জন্য বেশি খরচ হয়েছে। সেই সঙ্গে মোরবি ব্রিজ দুর্ঘটনার একাধিক ছবিও পোস্ট করেন সাকেত গোখলে। এরপরই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে কোমর বেধে নামে গুজরাট পুলিশ। ভিন রাজ্য থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে গুজরাটে নিয়ে এসে গ্রেফতার করা হয় সাকেতকে। সেই ঘটনাতেই এবার পদক্ষেপ নিল কেন্দ্রীয় মানবাধিকার কমিশন।

spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...