Friday, November 28, 2025

ভার্চুয়ালি বাংলায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন, চেনা ছন্দে কবিগুরুকে স্মরণ মোদির

Date:

Share post:

মাতৃ বিয়োগের ফলে স্বশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি রাজ্যে ৭৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আমদাবাদ থেকে ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত ট্রেন এবং জোকা-তারাতলা মেট্রো লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন (inauguration) করার পর প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের লক্ষ্য একটাই, আধুনিক স্বয়ম্ভর ভারত নির্মাণ। আর আধুনিক রেল হল আধুনিক ভারতের প্রতীক। পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথের কবিতার লাইন তুলে ধরে মোদি বলেন, “ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।”

এদিনের অনুষ্ঠানে ভারতীয় রেলের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় রেলের পরিকাঠামোকে আধুনিক করতে রেকর্ড বিনিয়োগ করা হচ্ছে। ভারতীয় রেল বিমান পরিষেবার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। একাধিক রেল স্টেশনকে বিমানবন্দেরের মতো করে তৈরি করা হচ্ছে। নিউ জলপাইগুড়ি স্টেশনও সেই ভাবেই তৈরি করা হচ্ছে। ভারতের উন্নতির জন্য রেল পরিষেবার উন্নয়ন জরুরি। এই লক্ষ্যে ৪৭৫ বন্দে ভারত এক্সপ্রেসের বড় ভূমিকা হবে। ফ্রেড করিডর লজিস্টিক ক্ষেত্রে বিপ্লব আনছে।

প্রধানমন্ত্রী আজ বন্দে ভারত এক্সেপ্রেস এবং জোকা-তারাতলা মেট্রো চালু করার পাশাপাশি উদ্বোধন করলেন নমামি গঙ্গের ৭টি সিউয়ারেজ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের। এই প্রকল্পে ১৪টি পুর এলাকার দূষিত জল গঙ্গায় ফেলার আগে পরিশোধন করা হবে। এরফলে গঙ্গা দূষণ মুক্ত করা সম্ভব হবে। বাড়বে ইলিশ-সহ বিভিন্ন মাছের উৎপাদন। আদি গঙ্গার উল্লেখ করে মোদি আরও বলেন, আদিগঙ্গার হাল ফেরানোর কাজ শুরু হয়েছে। গঙ্গা নদীকে দূষণমুক্ত করার কাজও সমানতালে চলছে।

পাশাপাশি অতীতের জল পরিবহন ব্যবস্থাকে পুনরায় চালুর বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৩ জানুয়ারি বারাণসী থেকে একটি নৌযান বাংলাদেশের ভিতর দিয়ে অসমে পৌঁছবে। এভাবেই গঙ্গা ও ব্রহ্মপুত্রকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, অতীতে বিদেশি রাজ এবং স্বাধীনতা পরবর্তীকালের সরকারগুলি জল পরিবহণ ব্যবস্থার বিকাশ করেনি। অথচ প্রাচীন ভারতকে সমৃদ্ধশালী করেছিল নদ নদীর পরিবহণই।

spot_img

Related articles

ভারী বর্ষণের জেরে বন্যা-ধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা 

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় (Rain disaster in Srilanka) মৃত্যু মিছিল। একটানা ভারী বৃষ্টিতে দেশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

২৮ নভেম্বর (শুক্রবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৬৩০ ₹ ১২৬৩০০ ₹ খুচরো পাকা সোনা ১২৬৯৫...

তৃণমূলের ৫ প্রশ্নের জবাব দিতে পারল না নির্বাচন কমিশন, বৈঠকে ‘গালগল্প’ জ্ঞানেশ কুমারের

তৃণমূলের তোলা পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারলেন না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyenesh Kumar)। পূর্ব নির্ধারিত সূচি...

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর...