Sunday, January 11, 2026

করোনার চোখরাঙানিতে বর্ষবরণের অনুষ্ঠানে কোপ! দিঘায় পিছল গোবিন্দর অনুষ্ঠান

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বর্ষবরণের উদযাপনে মেতে উঠবেন দেশ তথা রাজ্যবাসী। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রস্তুতি (Preparations)। আর প্রতিবছরই বর্ষশেষে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব (Club), পাব (Pub), ডিস্ক (Disc) সবজায়গাতেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রেও (Tourism Centre) অত্যন্ত জাঁকজমকতার সঙ্গে পালিত হয় ৩১ ডিসেম্বর। তবে বছরখানেক আগেও বর্ষশেষের অনুষ্ঠানের বাজেট ছিল আকাশছোঁয়া। কিন্তু চলতি বছরে ফের বিশ্বে ফিরেছে কোভিড (Covid) আতঙ্ক। আর যার জেরেই ভেবেচিন্তে পা ফেলতে চাইছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। আর সেকারণে এক ধাক্কায় অনেকটাই নেমেছে বাজেট। আর সেকারণেই দিঘায় (Digha) পিছল হল বলিউড অভিনেতা গোবিন্দর (Govinda) শো।

করোনার নতুন ভ্যারিয়েন্ট Bf.7-এর চোখ রাঙানিতে শঙ্কার মেঘ ঘনিয়েছে বর্ষবরণের (New Year Celebration) উদ্যোক্তাদের মধ্যে। তবে রাজ্যের পরিস্থিতি বর্তমানে আয়ত্তে। কিন্তু তবুও নতুন করে ব্যবসা বন্ধের আশঙ্কা তাঁদের থেকেই যাচ্ছে। আর সেকারণে বাজেট কাটছাঁট করেই অনুষ্ঠানের উদ্যোগ নিচ্ছেন তাঁরা। জানা গিয়েছে, বর্ষবরণের রাতে দিঘায় আসার কথা ছিল গোবিন্দর। অনুষ্ঠানের অ্যারেঞ্জার বাবুয়া ভৌমিক জানিয়েছেন, এ বিষয়ে অভিনেতার সঙ্গে কথাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা পিছতে হল।

উদ্যোক্তারা জানিয়েছেন, অনুষ্ঠান পিছিয়ে মার্চ মাসে করা হয়েছে। গোবিন্দর পাশাপাশি অনুষ্ঠানে থাকার কথা ছিল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এবং গায়িকা পূর্ণিমা শ্রেষ্ঠার (Purnima Shrestha)। তবে বড় তারকাদের বাজেট আকাশছোঁয়া। তাই সেই পথ এড়িয়ে যাচ্ছেন বেশিরভাগই। রিয়েলিটি শোয়ের (Reality show) চ্যাম্পিয়নদের এনেই অনুষ্ঠান উদযাপনের আনন্দে মাতছেন সকলে।

 

 

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...