Sunday, January 11, 2026

সোশ্যাল মিডিয়া লিটারারি মিট অসাধারণ উদ্যোগ: চতুর্থ বছর উদযাপন অনুষ্ঠানে মন্তব্য কুণালের

Date:

Share post:

২০২২-এ এসে চতুর্থ বছরে পা দিল সোশ্যাল মিডিয়া লিটারারি মিট। এই উপলক্ষ্যে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতার স্টার থিয়েটারের নটি বিনোদিনী অ্যাম্ফি থিয়েটার ও নটি বিনোদিনী আর্ট গ্যালারিতে। ২৯ ডিসেম্বর শুরু হয় এই অনুষ্ঠান। শনিবার ৩১ ডিসেম্বর ছিল অনুষ্ঠানের শেষদিন। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও তথা তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বলেন, সোশ্যাল মিডিয়া লিটারারি মিট একটা অসাধারণ উদ্যোগ। প্রথমদিন থেকেই আমার ভালো লেগেছিল। এই অনুষ্ঠানে এসে শুরুর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে।

সাহিত্য সংস্কৃতি চর্চায় আগ্রহী এরকম ৩৮টি ফেসবুক পেজ পরিবারের চারশোরও বেশি সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথমদিন ছিল বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৬০ জন। দ্বিতীয়দিন ছিল রক্তদান শিবির। সেখানে মোট ১০৬ জন রক্তদান করেন। বাংলার বিভিন্ন জেলার তরুণ ও উদীয়মান শিল্পীরা এই মঞ্চে নাচ, গান ও কবিতা পাঠ করেন। নতুন শিল্পীদের সুযোগ দেওয়ার জন্যই সংস্থার এই উদ্যোগ, বলেই জানালেন সোশ্যাল মিডিয়া লিটারারি মিটের অন্যতম ডিরেক্টর সৌরভ বিশোই (Sourav Bisoi)। শনিবার শেষদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। কুণাল স্মৃতি রোমন্থন করে বলেন, লেখালেখি শুরু করার দিনগুলের কথা মনে পড়ছে, মনে পড়ছে লিটল ম্যাগাজিন নিয়ে সেই আবেগের কথা। সোশ্যাল মিডিয়া লিটারারি মিটের মুখপাত্র মালঞ্চ পত্রিকার তরফে শুক্রবার জঙ্গলমহলের ৫০ জন পড়ুয়ার হাতে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, বই, খাতা, পেন, পেনসিল তুলে দেওয়া হয়।

spot_img

Related articles

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...