Thursday, November 6, 2025

নতুন বছরেই ফের রাজ্যে শাহি সফর! জোড়া জনসভা ২ জেলায়

Date:

Share post:

১৭ জানুয়ারি রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজ্য বিজেপি সূত্রে খবর, হুগলির আরামবাগ (Arambag) এবং দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরে (Mathurapur) জনসভা করবেন তিনি। বিজেপির দাবি, ২০২৪ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি সাংসদ নিয়ে যেতে ইতিমধ্যে একাধিক প্ল্যান তৈরি হয়ে গিয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ হিসাবে চলতি মাসেই ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে অমিত শাহের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিজেপির তরফে আরও জানানো হয়েছে, গোটা বছরে পশ্চিমবঙ্গে মোট ৪০টি সভা করবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ প্রতি মাসে রাজ্যে রাজ্যে মোদি ও শাহের মোট ৩টির বেশি সভা হবে।

এর আগে ডিসেম্বরের ১৬ তারিখ রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। সেই সময়ে রাজ্যে পা রেখেই তিনি সরাসরি চলে গেছিলেন বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন স্ট্রিটে। সেখানে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক সারেন তিনি। পরের দিন নবান্নে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে যোগ দেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকি রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং প্রতিনিধিরা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে দেখাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দিল্লি ফিরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা করে বৈঠক করেন তিনি। তার কয়েক সপ্তাহের মধ্যেই ফের রাজ্য সফরে আসছেন অমিত শাহ।

এদিকে কেন্দ্রের বিজেপি নেতাদের রাজ্যে সভা নিয়ে রবিবারই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, পশ্চিমবঙ্গের দরজা সবার জন্য খোলা। বিরোধী দলগুলো সভা সমাবেশ করবে এটাই তো স্বাভাবিক। এটা তো ত্রিপুরা না যে বিরোধী দলের নেতাদের থানায় তুলে নিয়ে যাওয়া হবে। সাংবাদিকদের থানায় আত্মগোপন করতে হবে। বিধানসভা ভোটের আগে আমরা বলেছিলাম, বহিরাহতরা আসে যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। মানুষ আমাদের কথায় আস্থা রেখেছেন তা ভোটের ফলেই স্পষ্ট।

 

 

spot_img

Related articles

নিউটাউনে ব্যবসায়ী খুনে আজ উত্তরবঙ্গে তদন্তকারীরা, BDO-কে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

বিধাননগর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের (gold trader killed case in newtown) ঘটনায় নাম জড়িয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি...

যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজেও করব না: ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ উড়িয়ে জবাব মমতার

বিশেষ নিবিড় সংশোধন (SIR) মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলায়। ওই দিনই SIR-এর নামে চক্রান্তের প্রতিবাদে রাজপথে নামেন তৃণমূল...

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি...