Thursday, August 28, 2025

আবাস যোজনায় দুর্নীতি! ফের বেলাগাম বিজেপি মন্ত্রী, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে বেলাগাম কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার (Subhash Sarkar)। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে বুঝলেই অভিযুক্তকে ‘রাম ধোলাই’ দেওয়ার নিদান দিলেন বাঁকুড়ার (Bankura) বিজেপি (BJP) সাংসদ। মঙ্গলবার, দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি উত্তম মধ্যম। ওরা এলে, মিথ্যা কথা বললেই রাম ধোলাই দিয়ে গ্রাম থেকে বিদায় করুন।’’ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মুখে এই কুকথার তীব্র নিন্দা তৃণমূল নেতৃত্ব।

বাঁকুড়ার সিমলাপালের কৃষ্ণপুর গ্রামে একটি সভায় তিনি মন্তব্য করেন, ‘‘আবাস দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কম নয়। আবাস নিয়ে শাসকদলে মারপিট চলছে।’’ এরপরেই বেলাগাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘‘গ্রামে গিয়ে মিথ্যা কথা কেউ বললে তাকে উত্তম মধ্যম দিয়ে গ্রাম ছাড়া করুন’’।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। সুভাষের নীতি নিয়েই প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)। তাঁর অভিযোগ, ‘‘এই কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশেই বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার পরিবারের সদস্যরা কল্যাণী এমসে নিয়ম ভেঙে চাকরি পেয়েছেন। তিনি কি না দুর্নীতি নিয়ে কথা বলছেন!’’ শান্তনুর মতে বিজেপি বরবারই হিংসার রাজনীতি করে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রীও তার ব্যতিক্রম নন।

বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সুভাষ সরকার দিল্লিতে থাকেন। মাঝেমধ্যে বাংলায় এসে এই সমস্ত কথা বলে হিংসা ছড়ানোর চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তাতে তাঁদের রাগ বাড়ছে’’।

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...