Wednesday, November 12, 2025

‘শুধুমাত্র বিরাট-রোহিতের ওপর ভরসা করলে একদিনের বিশ্বকাপ জিততে পারবে না ভারত’: কপিল দেব

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। টি-২০ বিশ্বকাপে ব‍্যর্থতার পর একদিনের বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। এই ক্ষেত্রে অনেকেই মনে করছেন, আসন্ন একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা বিরাট কোহলির ব‍্যাট চললেই একদিনের বিশ্বকাপে সফল হবে টিম ইন্ডিয়া। যদিও এই বক্তব্য মানতে নারাজ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তিনি এক সাক্ষাৎকারে বলেন, কেউ যদি ভেবে থাকেন, এই দুই খেলোয়াড় ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দেবেন, তা হলে এই ভাবনা ভুল। একা কোহলি এবং রোহিতের উপর বিশ্বকাপ জয়ের আশা না রাখলেই ভালো হবে।

এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন,” আপনি যদি বিশ্বকাপ জিততে চান, কোচ, নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তিগত স্বার্থকে পেছনে ফেলতে হবে এবং তাঁদের দল নিয়ে ভাবতে হবে। আপনি বিরাট বা রোহিত বা ২-৩ জন ক্রিকেটারের উপর যদি ভরসা করেন যে, তারা বিশ্বকাপ জিতিয়ে দেবে। এমনটা কিন্তু কখনও হবে না। পুরো দলের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের কি এমন দল আছে? অবশ্যই আছে। আমাদের কি এমন ম্যাচ উইনিং খেলোয়াড় আছে? অবশ্যই আছে। আমাদের এমন খেলোয়াড় আছে যারা, বিশ্বকাপ জেতাতে পারে।”

তিনি আরও বলেন,”সব সময়েই দুই-একজন খেলোয়াড় থাকে, যারা আপনার দলের স্তম্ভ হয়ে দাঁড়ায়। দল তাদের চারপাশে ঘোরে কিন্তু আমাদের সেটা ভেঙে অন্তত ৫-৬ জন খেলোয়াড় তৈরি করতে হবে। সেই জন্য আমি বলছি, শুধু বিরাট এবং রোহিতের উপর নির্ভর করা ঠিক নয়। এমন খেলোয়াড়দের দরকার, যারা তাদের প্রতিটি দায়িত্ব পালন করে। তরুণদের এগিয়ে আসতে হবে এবং বলতে হবে, এখন আমাদের সময়।”

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...