Friday, November 14, 2025

Malda: মর্মান্তিক! ডিজের শব্দ কমানোর অনুরোধ, তৃণমূল নেতাকে পিটিয়ে খু*ন

Date:

Share post:

তারস্বরে গান বাজানোর প্রতিবাদ। আর তার খেসারত দিতে হল প্রাণের বিনিময়ে। তৃণমূলের (TMC) প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধানকে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার অন্তর্গত পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম আফজল মোমিন (Afzal Momin)। ৬৫ বছর বয়সি ওই প্রৌঢ় কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রাস্তা দিয়ে তারস্বরে ডিজে বাজিয়ে যাচ্ছিল পিকনিক (Picnic) ফেরত একদল যুবক। আর সেই সময় ডিজে বাজানোর প্রতিবাদ করেন গ্রামেরই ওই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান। অভিযুক্ত যুবকদের ডিজের শব্দ কমানোর অনুরোধ করেন। তা নিয়েই শুরু হয় বচসা। ঘটনার জেরে প্রতিবাদী ওই তৃণমূল উপপ্রধানকে বাঁশ, রড দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এদিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আফজল মোমিনের।

গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবকরা ডিজের শব্দ তো কমায়নি, উল্টে আরও আরও বাড়িয়ে দেয়। গানের তালে মত্ত অবস্থায় নাচানাচি শুরু করে তারা। বিষয়টি নজরে আসতেই বেশ কিছু গ্রামবাসী প্রতিবাদ করেন। ওই যুবকরা তখন বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর তারা বাঁশ, ব্যাট, রড নিয়ে এসে আফজল মোমিনের বাড়িতে হামলা চালায়। পিকনিকের গাড়ির চালক-সহ ১৭-১৮ জন মিলে তাঁকে নির্মম ও নৃশংসভাবে পিটিয়ে মারে।

রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধকে উদ্ধার করে মোথাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আফজলের পরিবারের পক্ষ থেকে মোথাবাড়ি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, এই ঘটনায় মামুন শেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের (FIR) হয়েছে। ইতিমধ্যে মামুন সহ মোট ১৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হচ্ছে। দেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে পুলিশ।

 

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...