রাজ্যের স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে (Mid Day Meal) মেনু পরিবর্তন করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এবার থেকে শুধু ভাত , ডাল, তরকারি আর ডিম নয়, পড়ুয়ারা পাবেন মুরগির মাংসও (Chicken)। মিড ডে মিল নিয়ে জেলা শাসকদের চিঠি দিয়ে জানিয়ে দিল রাজ্য সরকার(State Government)।

নবান্ন (Nabanna) সূত্রে খবর জানুয়ারি অর্থাৎ এই মাস থেকেই আগামী এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে নতুন খাবার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভাত, ডাল, তরকারির পাশাপাশি মুরগির মাংস এমনকী ফল দেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার। মিড ডে মিলে মুরগির মাংস, ফলের জন্য ৩৭২ কোটি টাকা বরাদ্দ রাজ্যের। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ করছে সরকার। স্কুল শিক্ষা দফতর (Department of School Education Board) থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন জেলায় কত টাকা বরাদ্দ করা হবে, তার তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। কীভাবে প্রকল্প কার্যকরী করা হবে, তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বরাবরই স্কুল পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন। এবার শিক্ষা দফতরের আরও একটি বড় পদক্ষেপে নিঃসন্দেহে খুশি পড়ুয়া এবং অভিভাবকরা। শিক্ষাবিদদের একাংশ বলছেন এর ফলে আরও বেশি করে পড়ুয়ারা স্কুল মুখী হবেন বলে আশা করা যায়।
