Saturday, November 15, 2025

মাঠে ফিরতে কতদিন সময় লাগবে পন্থের? জানালেন বোর্ডের এক কর্তা

Date:

Share post:

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ। এই মুহূর্তে মুম্বইয়ে এক হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় দলের ক্রিকেটার। আগের থেকে অনেকটাই সুস্থ পন্থ। পন্থের লিগামেন্টের চোট সারানোর দায়িত্ব নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু পন্থের মাঠে ফিরতে কত সময় লাগতে পারে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে জানা যাচ্ছে, ঋষভের মাঠে ফিরতে সময় লাগতে পারে ছয় থেকে সাত মাস।

ঋষভ পন্থের চোট সম্পর্কে এক বোর্ড কর্তা জানিয়েছেন, “চিকিৎসকরা যা রিপোর্ট দিয়েছেন তাতে বলা হয়েছে, সব ঠিক ঠাক থাকলে পন্থের মাঠে ফিরতে অন্তত ছয় মাস লাগবে। ফলে আশা করা যায়, বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওকে আমরা পেতে পারি। তবে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ এবং শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পাওয়া যাবে না পন্থকে।”

গতবছর লিগামেন্টে চোট পান রবীন্দ্র জাদেজা। তারপর থেকে তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন। জাদেজার চোটের সঙ্গে অনেকটাই মিল রয়েছে পন্থের চোটের। এমনটাই বলা হয়েছে রিপোর্টে। এই প্রসঙ্গে সেই বোর্ড কর্তা বলেছেন, “রবীন্দ্র জাদেজার চোটের সঙ্গে পন্থের চোটের অনেকটাই মিল রয়েছে। তাই চিকিৎসকরা মনে করছেন পন্থের লিগামেন্ট চোট সেরে উঠতে অন্তত ছয় মাস মতো সময় লাগতে পারে। মুম্বইতে অস্ত্রোপচার করা হবে নাকি না বিদেশে করা হবে তা এখনও জানা যায়নি। আপাতত মুম্বইয়ের ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছে পন্থ। সেখানেই চিকিৎসা করা হবে। বোর্ডের চিকিৎসকরাও সেখানে থাকবেন।”

এই বছরই ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ খেলবে ভারত। তার আগেই পন্থকে দলে পেতে চাইছে ভারতীয় ক্রিকেট দল। তবে পন্থকে নিয়ে মোটেই তাড়াহুড়ো করতে চায় না বিসিসিআই।

 

spot_img

Related articles

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...