Sunday, November 9, 2025

সিউড়ির সমবায় ব্যাঙ্কে CBI অভিযান, ১৭৭ বেনামি অ্যাকাউন্টের হদিশ

Date:

Share post:

গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে এবার সিউড়ির সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে(Co-Operative Bank) অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। এই অভিযানে ওই ব্যাঙ্কে ১৭৭ টি বেনামি অ্যাকাউন্টের হদিশ পেলেন তদন্তকারিরা। সিবিআইআধিকারিদের অনুমান কালো টাকা সাদা করার উদ্দেশ্যে এই অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। এই অ্যাকাউন্টের সঙ্গে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছেন আধিকারিকরা। অ্যাকাউন্টগুলি থেকে ১০ কোটি টাকারও বেশি লেনদেনের হদিশ পেয়েছে সিবিআই। ব্যাঙ্কের ঢুকে সমস্ত তথ্য পেনড্রাইভে সংগ্রহ করেছেন তদন্তকারীরা। একইসঙ্গে ৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

সিবিআই আধিকারিকদের ধারণা, কৃষকদের থেকে অল্প দামে নগদে ধান কিনে তা চালকলগুলিতে চাল করে রাজ্যের খাদ্য দফতরের কাছে বিক্রি করা হয়েছে। তদন্তকারীদের মতে, খাদ্য দফতরের থেকে পাওয়া চেক ওই বেনামি অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এদিন সমবায় ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে সিবিআই জানতে চায়, কী ভাবে নথি যাচাই না করে ব্যাঙ্কে ১৫০টি ভুয়ো অ্যাকাউন্ট খুলতে দিলেন তিনি? সিবিআই আধিকারিক সুশান্ত ভট্টাচার্য জানান, আপনার ব্যাঙ্কে কে এসেছিল তা আমি জানি, কিন্তু আপনার মুখ থেকে তা শুনতে চাই। এমনকী তদন্তে সহযোগিতা না করলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে ম্যানেজারকে সতর্ক করেন তিনি।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, তাঁরা ৫০টি বেনামি অ্যাকাউন্টের তথ্য পেয়ে হানা দিয়েছিলেন ওই সমবায় ব্যাঙ্কে। সবকটি অ্যাকাউন্টেই আর্থিক লেনদেন বন্ধ করা হয়েছে। একইসঙ্গে সিবিআই আধিকারিকদের নির্দেশে ব্যাঙ্কের রেকর্ড রুম থেকে নথি উদ্ধার করেন কর্মীরা। তার পর তা সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেন।

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...