Saturday, August 23, 2025

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করল এসিসি

Date:

Share post:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠির মন্তব্যের জবাব দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বৃহস্পতিবার জয় শাহ এশিয়া কাপ ২০২৩-২৪ এর ক্যালেন্ডার প্রকাশ করেছিলেন। সেই সূচি প্রকাশ হওয়ার পরই নাজাম শেঠি সেই সূচিকে একতরফা সিদ্ধান্ত বলেন। আর শুক্রবার সেই মন্তব্যের পাল্টা দিল এসিসি। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে এসিসি।

এদিন এসিসি-র তরফে একটি বিবৃতিতে লেখা হয়েছে, “আমরা জানতে পেরেছি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি সম্প্রতি এসিসি সভাপতি জয় শাহের বিরুদ্ধে সূচি তৈরি করা এবং প্রকাশ করার সম্পর্কে একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন। এসিসি জানাতে চায় যে, প্রতিষ্ঠিত নিয়ম মেনেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৩ ডিসেম্বর ডেভেলপমেন্ট কমিটি এবং ফিনান্স ও মার্কেটিং কমিটি বৈঠক করেছিল। সেখানেই এই সূচি চূড়ান্ত করা হয়েছে। সমস্ত দেশকে সেই সূচি আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। গত ২২ ডিসেম্বর পাক বোর্ডকেও সেটা পাঠানো হয়েছে।”

এখানেই না থেমে এসিসি-র তরফ থেকে আরও বলা হয়,”২২ ডিসেম্বর, ২০২২-এর ক্যালেন্ডারটি একটি ইমেলের মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড সহ সমস্ত সদস্য দেশকে পৃথকভাবে পাঠানো হয়েছিল। কিছু কিছু বোর্ড তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু পিসিবি-র তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। তাই সমাজমাধ্যমে শেঠির মন্তব্য ভিত্তিহীন এবং এসিসি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।”


 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...