Monday, January 12, 2026

পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি, দিল্লি যাত্রা নিয়ে সিদ্ধান্ত আপাতত স্থগিত

Date:

Share post:

দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার বিরোধিতায় দায়ের করা মামলার আবেদনের শুনানি। আগামী ১১ জানুয়ারি মামলাটির শুনানি হবে বলে জানা গিয়েছে। ফলে ওই দিন পর্যন্ত অনুব্রতকে ইডি দিল্লি নিয়ে যাবে না।
গত ২০ ডিসেম্বর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। তাঁর দাবি, নিম্ন আদালতের এই ওয়ারেন্ট জারির অধিকার নেই। সঙ্গে আরও একটি মামলা করে অনুব্রত অভিযোগ করেন, তাঁকে ইডি কেন গ্রেফতার করেছে তা জানানো হয়নি।
সোমবার প্রথম মামলাটির শুনানি হওয়ার কথা ছিল দিল্লি হাইকোর্টে। এদিন মামলা আদালতে উঠলেও বেঞ্চ বদল হয়ে গিয়েছে এবং সঙ্গে যুক্ত হয়েছে আরও এক মামলা। এর মধ্যে অনুব্রতর আইনজীবী দাবি করেন, মামলা পুরনো বেঞ্চে ফিরিয়ে দেওয়া হোক। সেই আবেদনের ভিত্তিতে আদালত জানায়, অনুব্রতর দুটি আবেদনের শুনানিই একই এজলাসে একসঙ্গে হবে। মামলার পরবর্তী শুনানি ১১ জানুয়ারি।
রাউস অ্যাভিনিউ আদালতের এক্তিয়ার চ্যালেঞ্জ করে এর আগেও দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। কিন্তু তাতে কোনও কাজের কাজ হয়নি। মামলা নিম্ন আদালতেই ফেরত পাঠিয়েছিল দিল্লি হাইকোর্ট। গোরুপাচারকাণ্ডে জেরা করার জন্য গত ২১ ডিসেম্বর অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার কথা ছিল ইডির। কিন্তু সেদিনই অনুব্রতকে কয়েক ঘণ্টা আগে দায়ের করা এক FIR-এর ভিত্তিতে গ্রেফতার করে বীরভূম পুলিশ। ফলে ভেস্তে যায় ইডির পরিকল্পনা।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...