Thursday, August 28, 2025

পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি, দিল্লি যাত্রা নিয়ে সিদ্ধান্ত আপাতত স্থগিত

Date:

Share post:

দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার বিরোধিতায় দায়ের করা মামলার আবেদনের শুনানি। আগামী ১১ জানুয়ারি মামলাটির শুনানি হবে বলে জানা গিয়েছে। ফলে ওই দিন পর্যন্ত অনুব্রতকে ইডি দিল্লি নিয়ে যাবে না।
গত ২০ ডিসেম্বর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। তাঁর দাবি, নিম্ন আদালতের এই ওয়ারেন্ট জারির অধিকার নেই। সঙ্গে আরও একটি মামলা করে অনুব্রত অভিযোগ করেন, তাঁকে ইডি কেন গ্রেফতার করেছে তা জানানো হয়নি।
সোমবার প্রথম মামলাটির শুনানি হওয়ার কথা ছিল দিল্লি হাইকোর্টে। এদিন মামলা আদালতে উঠলেও বেঞ্চ বদল হয়ে গিয়েছে এবং সঙ্গে যুক্ত হয়েছে আরও এক মামলা। এর মধ্যে অনুব্রতর আইনজীবী দাবি করেন, মামলা পুরনো বেঞ্চে ফিরিয়ে দেওয়া হোক। সেই আবেদনের ভিত্তিতে আদালত জানায়, অনুব্রতর দুটি আবেদনের শুনানিই একই এজলাসে একসঙ্গে হবে। মামলার পরবর্তী শুনানি ১১ জানুয়ারি।
রাউস অ্যাভিনিউ আদালতের এক্তিয়ার চ্যালেঞ্জ করে এর আগেও দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। কিন্তু তাতে কোনও কাজের কাজ হয়নি। মামলা নিম্ন আদালতেই ফেরত পাঠিয়েছিল দিল্লি হাইকোর্ট। গোরুপাচারকাণ্ডে জেরা করার জন্য গত ২১ ডিসেম্বর অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার কথা ছিল ইডির। কিন্তু সেদিনই অনুব্রতকে কয়েক ঘণ্টা আগে দায়ের করা এক FIR-এর ভিত্তিতে গ্রেফতার করে বীরভূম পুলিশ। ফলে ভেস্তে যায় ইডির পরিকল্পনা।

spot_img

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...