Thursday, November 6, 2025

আগামিকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ ভারতের, সিরিজ জয় লক্ষ‍্য রোহিতের

Date:

Share post:

আগামিকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজের প্রথম ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। বর্ষাপাড়া স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচকে মিশন বিশ্বকাপের অংশ হিসাবে দেখা হচ্ছে। ২০২৩ একদিনের বিশ্বকাপ হবে ভারতে। তার আগে একদিনের সব ম্যাচই এখন বিশ্বকাপের স্টেজ রিহার্সাল। কিন্তু শেষ মুহূর্তে যশপ্রীত বুমরাহকে সরিয়ে নেওয়ায় চমক আছে। বুমরাহকে জোর করে খেলিয়ে এর আগে একবার মুশকিলে পড়েছিল ভারত। যার জেরে টি-২০ বিশ্বকাপে খেলা হয়নি বুমবুম বুমরাহর। ন্যাড়া একবারই বেলতলায় যায়! বোর্ডও একবারই বুমরাকে নিয়ে ঝুঁকি নিয়ে ঠকেছে। আর নয়।

শ্রীলঙ্কা টি-২০ সিরিজে ২-১-এ হেরেছে। একদিনের ম্যাচে দাসুন শনাকারা কী করেন, সেটাই এখন দেখার। ভারত কিন্তু তারকাদের ফিরিয়ে এনে দলের শক্তিবৃদ্ধি ঘটিয়ে ফেলেছে। অনেকদিন বাদে দ্রাবিড় তাঁর পুরো শক্তির দলকে হাতে পেয়েছেন। রোহিত শর্মা অধিনায়ক হিসাবে ফেরত এসেছেন। ফিরেছেন বিরাট কোহলি, কে এল রাহুলও। কিন্তু এরপরও দুটো প্রশ্ন থাকছে। সেটা প্রথম এগারো নিয়ে। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে কে আসবেন? শিখর ধাওয়ান এই দলে নেই। ফলে ডান-বাম কম্বিনেশনের স্বার্থে ইশান কিষান আসতে পারেন। তিনি খেললে কিপিংয়ের দায়িত্ব হয়তো তাঁরই। না হলে খেলবেন শুভমন গিল। আবার বোলিংয়ে বুমরাহ না থাকায় কে শামির সঙ্গী হবেন, সেটাও একটা প্রশ্ন। চতুর্থ সিমার হিসাবে হার্দিক প্যাটেল আছেন। শুধু দুই ও তিন নম্বর পেসারের জায়গা ভাগ করে নেবেন উমরান, অর্শদীপ ও সিরাজ। তিনে বিরাট, চারে সূর্য, পাঁচে রাহুল, ছয়ে হার্দিক, সাতে ওয়াশিংটন সুন্দর মোটামুটি নিশ্চিত। আর এটাই বলে দিচ্ছে যে ভারতীয় ব্যাটিং লাইন-আপ কতটা শক্তিশালী। ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবে অক্ষর প্যাটেলের দলে থাকা একরকম নিশ্চিত। তবে টিম ম্যানেজমেন্ট যদি চ‍্যাহাল বা কুলদীপের কথা ভাবে, তাহলে অন্য কথা। এদিকে, ইশান দলে না থাকলে হয়তো কিপিং করবেন রাহুল। সেরকমই ভাবনা রয়েছে দলের।

এদিন গুয়াহাটিতে বিকেলে প্র্যাকটিস করল ভারত। দিন ও রাতের ম্যাচ বলেই এমন সিদ্ধান্ত। রাতের দিকে শিশির সমস্যায় ফেলতে পারে দুটো দলকে। এখানে সন্ধে হয় তাড়াতাড়ি। শিশিরের জন্য টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শ্রীলঙ্কা টি-২০ সিরিজে হারলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে বড় ব্যাবধানে হারিয়েছিল। সেই ম্যাচে দাসুন শনাকা দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। এখানেও শনাকা-হাসরাঙ্গাদের ভয়-ডরহীন ক্রিকেট খেলতে হবে।

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...