Tuesday, August 26, 2025

দিল্লি বিমানবন্দরে প্রকাশ্যে প্রস্রাব! গ্রেফতার যাত্রী

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলার গায়ে প্রস্রাব-কাণ্ডের পর এবার দিল্লি বিমানবন্দরে প্রকাশ্যে প্রস্রাব।ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত যাত্রীকে। পরে জামিনে মুক্তি পান তিনি। জানা গেছে, অভিযুক্ত যাত্রী মত্ত অবস্থায় বিমানবন্দরেই মূত্রত্যাগ করা শুরু করেন। থামাতে গেলে সহযাত্রীদের হুমকিও দেন বলে অভিযোগ।

আরও পড়ুন:বেঙ্গালুরু থেকে গ্রেফতার এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্র

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি দিল্লি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে দমনগামী বিমান ধরতে এসেছিলেন জৌহর আলি খান। তিনি মত্ত অবস্থায় ছ’নম্বর গেটের সামনে প্রকাশ্যে প্রস্রাব করেন। তাঁকে দেখে থেকে যান অনেকেই। কয়েক জন তাঁকে নিরস্ত করাও চেষ্টা করেন। অভিযোগ, তখন জৌহর খারাপ ব্যবহার করে তাঁদের তাড়িয়ে দেন। ঘটনার কথা জানতে পেরেই তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে অবশ্য বন্ড দিয়ে জামিনে মুক্তি পান জৌহর।


প্রসঙ্গত, দিন কয়েক আগেই এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মত্ত অবস্থায় সহযাত্রী এক বয়স্ক মহিলার গায়ে মূত্রত্যাগ করে বিতর্কে জড়িয়ে পড়েন শঙ্কর মিশ্র। তা নিয়ে তোলপাড় পড়ে যায়। ঘটনার বেশ কয়েক দিন কেটে যাওয়ার পর বেঙ্গালুরু থেকে দিল্লি পুলিশ গ্রেফতার করে শঙ্করকে। একটি আমেরিকার বহুজাতিকে চাকরি করতেন শঙ্কর। ঘটনার অভিঘাতে সেই চাকরিও যায় তাঁর। এয়ার ইন্ডিয়ার সেই বিমানে কর্তব্যরত কর্মীদেরও বসিয়ে দেওয়া হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার প্রস্রাব-কাণ্ড।

 

spot_img

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...