ভোরবেলায় সল্টলেকের অস্থায়ী বাজারে ভয়াবহ আগুন। ভস্মীভূত বেশ কয়েকটি দোকান।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। চলছে আগুন নেভানোর কাজ।অগ্নিকাণ্ডের ঘটনায় এক পুরকর্মী আহত হয়েছে বলে খবর।
আরও পড়ুন:Fire Incident: ভাটপাড়া জুটমিলের পাটঘরে বিধ্বংসী আগুন !
দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে সল্টলেকের এফডি ব্লকের অস্থায়ী বাজারের একটি দোকানে। আগুন লাগার পরেই খবর দেওয়া হয় দমকলে। খবর পেতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় ৪টি ইঞ্জিন। কিন্তু হাওয়ার কারণে আগুন দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণের কাজে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এই দুর্ঘটনায় ১ জন পুরকর্মী আহত হয়েছেন। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।
খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। আহত পুরকর্মীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
