Wednesday, November 12, 2025

স্বামীজির ১৬১-তম জন্মদিনে টুইট করে শ্রদ্ধা নিবেদন মমতা-অভিষেকের

Date:

Share post:

স্বামী বিবেকানন্দের জন্মদিনে (Swami Vivekananda Birth Anniversary) রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন। বৃহস্পতিবার স্বামীজির জন্মদিনে টুইট (Tweet) করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন লেখেন, ‘আমি স্বপ্নদর্শী আধ্যাত্মিক নেতা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর শিক্ষা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে মানবজাতির সেবা ও ভক্তির পথে চলতে। তাঁর দেখানো আলো যেন আমাদের সকলকে আধ্যাত্মিক মুক্তির পথ দেখায়। ’

স্বামীজির ১৬১ তম জন্মদিনে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি লেখেন, ‘আমি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় মাথা নত করছি। একজন সন্ন্যাসী যিনি আমাদের মধ্যে ঐক্য ও মানবতার মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সংকীর্ণ সীমানা অতিক্রম করেছিলেন। তাঁর শিক্ষা আমাকে প্রতিদিন উঠতে, জাগ্রত হতে এবং আমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত না থামার নির্দেশ করে।’

যুবদিবস উপলক্ষে সকাল থেকেই জায়গায় জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা যায়। বিভিন্ন স্কুলের পড়ুয়া অংশ নেন সেই শোভাযাত্রায়। বেলুড়মঠে (Belur Math) সকাল থেকেই স্বামী বিবেকানন্দের ঘরে বিশেষ পুজো, মন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবেকানন্দের (Swami Vivekananda) জীবনবাণী স্মরণ করে একাধিক জায়গায় স্বামীজির ছবিতে মাল্যদানের ব্যবস্থাও করা হয়েছে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে (Simla Street) স্বামীজির বাড়িতে (Ancestral House of Swami Vivekananda)গিয়ে শ্রদ্ধা জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তিনি বলেন, আজ রাজনীতির কারণে আসিনি। বীর সন্ন্যাসী, তরুণ প্রজন্মের আদর্শ। আমি স্বামীজির দেখানো পথের পথিক, ভক্ত। সেই হিসেবেই শ্রদ্ধা জানাতে এসেছি। স্বামীজির জন্মদিনেও রাজনীতি থেকে দূরে সরে থাকতে পারল না ভারতীয় জনতা পার্টি (BJP)। ওয়াকিবহুল মহলের একাংশ মনে করছেন, ফ্লেক্স লাগানো থেকে শুরু করে বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠান পালন, সবেতেই রাজনৈতিক শত্রুতাই প্রাধান্য পেল বিজেপি নেতৃত্বের নানা মন্তব্যের মাধ্যমে।

spot_img

Related articles

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার...

KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’ 

তারিখ মিলিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF 2025) সপ্তম দিন হলেও চলচ্চিত্র উৎসব আবহে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে আজ যেন নবমীর...