Sunday, May 4, 2025

এনআরসি-সিএএ নিয়ে শান্তনু ঠাকুরকে খোঁচা কুণালের

Date:

Share post:

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে শুক্রবার হলদিয়ায় জনসংযোগ সারলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে এক হাত নেন কুণাল।তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে ওরা লুটপাট চালাচ্ছে। আর মানুষকে বিভ্রান্ত করতে এনআরসি, সিএএ-এর ধুয়ো তুলছে। আমরা স্পষ্ট বলছি বাংলায় এসব হবে না। বাংলায় যারা আছেন তারাই বাংলার নাগরিক। কুণালের স্পষ্ট কথা, যে ভোটার তালিকায় নাম আছে বলে মানুষ ভোট দিয়েছেন তারা তো নাগরিক। না হলে শান্তনু ঠাকুরই বা সাংসদ হলেন কী করে ? তাহলে তাদের আবার নতুন করে কেন নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন উঠছে। আর অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো অমিত শাহের বিএসএফের। সেখানে রাজ্য পুলিশের কোনও ভূমিকাই নেই।

তৃণমূল মুখপাত্রের স্পষ্ট কথা, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে শান্তনু ঠাকুরের নাম আসছে। আর সেই দিক থেকে নজর ঘোরাতেই তিনি সেই কুমীরছানার মতো এনআরসি, সিএএ প্রসঙ্গ তুলছেন। যাতে মানুষ সেই আলোচনাতে ব্যস্ত থাকে। কুণাল সাফ বলেন, শান্তনু ঠাকুরের মতো মন্ত্রী যাবে আসবে, কিন্তু পশ্চিমবঙ্গ তৃণমূলের ছিল তৃণমূলের আছে তৃণমূলে থাকবে।রাজ্যের উন্নয়ন করছে তৃণমূল। যেখানে ভুল ভ্রান্তি আছে তা খুঁজে বার করতে বাড়ি বাড়ি যাচ্ছে ‘দিদির দূত’।ভুল থাকলে শুধরে নেওয়ার চেষ্টাও করছে তৃণমূল। সেখানে বিরোধীদের কোনও জায়গা নেই।

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ‘রক্তগঙ্গা’ বইয়ে দেওয়ার যে মন্তব্য করেছেন, এদিন তাকে ফাঁকা আওয়াজ বলে কটাক্ষ করলেন কুণাল। তিনি বলেন, যাদের সংগঠন নেই তাদের মুখে এসব কথা মানায় না। এবং বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর উল্টো ভাবে গঙ্গা আরতি করা প্রসঙ্গে কুণালের কটাক্ষ, যারা হিন্দুদের সম্পর্কে কোনও ধারণা নেই তারা কোন সাহসে আরতি করতে যায়? তিনি বলেন, যেভাবে উল্টো আরতি করেছে তাতে গোটা হিন্দু সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত।

আর ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি প্রসঙ্গে তাঁর স্পষ্ট কথা, দিদির দূতরা রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কোথাও কোথাও হয়তো সত্যি কাজ বাকি আছে। সে কথা তারা বলবেন স্বাভাবিক ! আর সেটা শোনার জন্যই তো মানুষের কাছে পৌঁছাচ্ছে দিদির দূতরা। প্রচুর ভালো কাজ হয়েছে, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন।

spot_img
spot_img

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...