আজ সন্ধে থেকেই মকর সংক্রান্তির পূণ্য লগ্ন শুরু হয়ে যাচ্ছে। ভিড় বাড়ছে গঙ্গাসাগর (Gangasagar Mela Complex) তীরে। তবে এবার বিপাকে পড়লেন যাত্রীরা । কুয়াশার কারণে বন্ধ লঞ্চ পরিষেবা (Vessel Service)। মিলেনিয়াম পার্ক (Millenium Park) থেকে বেনুবন পর্যন্ত পরিষেবা দেওয়ার কথা ছিল বেসরকারি সংস্থার। সেই মতো অনলাইনে টিকিট কেটেছিলেন যাত্রীরা। কিন্তু আজ সকাল থেকে সেই সংস্থার টিকিট কাউন্টার বন্ধ থাকায় ক্ষুব্ধ তীর্থযাত্রীরা। ২২১ জন সাগর যাত্রী কী করে যাবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ঘন কুয়াশা থাকায় ডায়মন্ড হারবার এর কাছাকাছি আটকে যাচ্ছে ভেসেল পরিষেবা। এই মুহূর্তে লট নাম্বার ৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত ভেসেল চলছে না। দৃশ্যমানতা কম থাকায় মুড়িগঙ্গায় কোন ভেসেল যাচ্ছে না, ফলে চিন্তায় পড়েছেন গঙ্গাসাগর যাত্রীরা। সংস্কার তরফ থেকে বিকল্প ব্যবস্থা দেয়া হয়েছে বলেই জানিয়েছেন কর্ণধার। মনে করা হচ্ছে পরিস্থিতির স্বাভাবিক হলে ভেসেল ছাড়ার ব্যবস্থা করা হতে পারে।
