অসম রা*ইফেলসের কাছে আত্মসমর্পণ KLO প্রধান জীবন সিংহের

অসম রাইফেলসের (Assam Ri*fles) কাছে আত্মসমর্পণ করলেন কামতাপুরী লেবেরেশন অর্গানাইজেশন (KLO) প্রধান জীবন সিংহ (Jiban Singha)। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, শুক্রবারই আত্মসমর্পণ করেছেন তিনি। সূত্রের খবর, ভারত-মায়ানমার সীমান্ত (Indo Myanmar Border) দিয়ে নাগাল্যান্ডের লোঙ্গা এলাকায় ঢোকেন KLO প্রধান। সেখানেই অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করেন তিনি। সেখান থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় আধা সেনা বা স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

 

KLO-র দুই শীর্ষ নেতা কৈলাশ কোচ এবং তাঁর স্ত্রী জুগলি পাঁচ মাস আগে বাংলার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার পর থেকেই জীবনের আত্মসমর্পণের সম্ভাবনা বাড়ছিল। কয়েকদিন আগেই তাৎপর্যপূর্ণ টুইট করেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। শান্তি আলোচনায় KLO প্রধান রাজি বলে দাবি করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। বাংলার বাইরে উত্তর-পূর্বের একাধিক রাজ্যে নাশকতামূলক ঘটনায় নেপথ্যে KLO-র হাত রয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির। সেই আবহে জীবন সিংহের আত্মসমর্পণকে বড় সাফল্য বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Previous articleযাত্রী সহ নেপালের আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান! একাধিক মৃ*ত্যুর আশঙ্কা
Next articleআজ হকি বিশ্বকাপে ভারতের সামনে ইংল‍্যান্ড