Monday, May 19, 2025

লালন শেখের রহস্যমৃ*ত্যুতে গাফিলতি! ২ আধিকারিককে সাসপেন্ড সিবিআইয়ের

Date:

Share post:

লালন শেখের রহস্যমৃত্যুতে মুখ পুড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।এমনকি ঘটনায় ধাক্কা খেয়েছে বহটুই গণহত্যা তদন্তও। এবার এই ঘটনায় মুখ লুকোতে না পেরে নিজেদের গাফিলতি একরকম মেনে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লালনের মৃত্যুর সময় যে সিবিআই কর্তারা, কেন্দ্রীয় সংস্থার রামপুরহাটের অস্থায়ী শিবিরে ছিলেন সেই চারজনকেই সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।এই ঘটনায় লালনকাণ্ডে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন:মুর্শিদাবাদে হাসপাতাল, অরিজিৎ সিংয়ের স্বপ্নপূরণে পাশে থাকার ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুলিশি হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় মুখ পুড়েছে সিবিআইয়ের।বগটুই হত্যা মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। কিন্তু অন্যতম অভিযুক্ত লালন শেখের হেফাজতে মৃত্যুর পর গোটা তদন্তই ধাক্কা খেয়েছে। এই অবস্থায় মুখ বাঁচাতেই কেন্দ্রীয় তদন্তকারী অফিসার সহ দুই পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করল সিবিআই।

সিবিআই সূত্রে খবর, এই কর্তাদের উপস্থিতিতে কী ভাবে একজন অভিযুক্তের মৃত্যু হল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন সিবিআইয়ের তদন্তকারী কর্তারা। সাসপেন্ড অফিসারদের মধ্যে রয়েছেন সিবিআই ইনস্পেক্টর রাহুল প্রিয়দর্শী, সিবিআইয়ের ডিএসপি বিলাশ মাদগুঠ এবং দু’জন কনস্টেবল। যদিও সিবিআই সূত্রে খবর, লালনকাণ্ডে উঠে আসা আর এক সিবিআই কর্তা সুশান্ত ভট্টাচার্যের কোনও ভূমিকা খুঁজে পাওয়া যায়নি। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার এই কর্তার সঙ্গে লালনের মৃত্যুর কোনও সংযোগ নেই বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। একই ভাবে লালন মৃত্যুর ঘটনায় আর যে সমস্ত এসপি বা ডিআইজির বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, তাঁদের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করেনি সিবিআই। তবে সোমবার চার তদন্তকারী কর্তাকে সাসপেন্ড করার পাশাপাশি বগটুই এবং ভাদু শেখ খুনের মামলায় চার জন নতুন তদন্তকারী কর্তাও নিয়োগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত ১২ ডিসেম্বর রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরের শৌচালয়ে লালনের ঝুলন্ত দেহ পাওয়া যায়। ওই অভিযুক্ত আত্মহত্যা করেছেন বলে সিবিআইয়ের তরফে দাবি করা হয়। কিন্তু লালনের স্ত্রী রেশমা বিবির অভিযোগ, সিবিআই মারধর করে তাঁর স্বামীকে খুন করেছে। তিনি সাত জন সিবিআই অফিসারের বিরুদ্ধে খুন, তোলাবাজি, হুমকি-সহ বিভিন্ন অভিযোগ তুলে মামলা করেন।এমনকি ঘটনার সিআইডি তদন্তের দাবি করেছেন লালনের স্ত্রী।সেই মত তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। তবে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সাসপেন্ড করার ঘটনায় সিআইডি তদন্তে নয়া মোড় নিল বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...

ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

বিরাট কোহলির(Virat Kohli) অবসরের সিদ্ধান্ত আগেই রবি শাস্ত্রীকে(Ravi Shastri) বিষ্মিত করেছিল। তখন অবশ্য কিছু বলেননি তিনি। অবশেষে প্রিয়...