Saturday, December 6, 2025

শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে দলের নেতাদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

জানুয়ারির ২৫ তারিখে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাড়ুকন (Deepika Padukone)অভিনীত ‘ পাঠান’ (Pathan)। প্রায় ৫ বছর পর বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন কিং খান (King Khan)। ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই, তবে এর পাশাপাশি বিতর্ক যেন পিছু ছাড়ছে না সিনেমার। বিজেপি নেতৃত্বরা নানা ভাবে এই সিনেমাকে বয়কটের ডাক দিয়েছেন। শুধু শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করাই নয় দেশ জুড়ে বিনোদন জগতেও (Entertainment Industry) নিজেদের শাসন করতে চাইছে বিজেপি (BJP)বলেই মনে করছে ওয়াকিবহল মহল। এই পরিস্থিতিতে গেরুয়া কর্মীদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সিনেমা সংক্রান্ত কোনও বিষয় নিয়ে অকারণ মন্তব্য নয়, সাফ জানালেন মোদি।

কিং খানের আগামী ছবি ‘ পাঠান’ নিয়ে সরব রাম কদম, নরোত্তম মিশ্রর মতো সর্বভারতীয় বিজেপি নেতারা। একের পর এক মন্তব্য করে সিনেমাকে বয়কট করার ট্রেন্ড তৈরি করেছেন তাঁরা। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন ‘ পদ্মাবত’ হোক বা ‘পাঠান’ , বিনোদন জগতে নিজেদের দাপট দেখাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। সামনেই দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। ২০২৪ এ লোকসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মোদি- শাহ জুটি। কিন্তু সাম্প্রতিক কালে বিজেপি নেতাদের কর্মকাণ্ড এবং মন্তব্য, দলের ভাবমূর্তি আর ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন দলের শীর্ষ নেতৃত্ব। সেই সব দিক মাথায় রেখেই এবার নরেন্দ্র মোদি কার্যত সতর্ক করলেন তাঁর দলীয় কর্মীদের। সূত্রের খবর , দিল্লিতে ১৬ ও ১৭ জানুয়ারি বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকেই এই বিষয়ে কথা বলেছেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ কিছু ছবি নিয়ে বিবৃতি দিচ্ছেন। আর সেগুলো সারাদিন ধরে টিভি ও মিডিয়াতে দেখানো হচ্ছে। পাশাপাশি এই ধরণের ‘অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে দলের কর্মীদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন মোদি। বয়কটের বাড়াবাড়ি আটকাতে সরকারের কাছে সাহায্যের আবেদন করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। কিন্তু বিতর্ক থামার লক্ষণ নেই। তাই প্রধানমন্ত্রীর এই নির্দেশ ‘পাঠান’কে কতটা স্বস্তি দেয় সেটাই দেখার।

spot_img

Related articles

সংহতি দিবসে সোশ্যাল মিডিয়ায় একতার বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর 

সাম্প্রদায়িকতার আগুনে জ্বলছে দেশ, সম্প্রীতির মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলা থেকে লড়াইয়ের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।বাবরি মসজিদ...

কোচবিহারে তৃণমূলের মিছিলে আচমকা হামলা, অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে

কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের (TMC ) মিছিলে হামলা, অভিযোগের আঙুল বিজেপির (BJP)...

উত্তরপ্রদেশের বাসিন্দা অমিতাভ! এসআইআর বিভ্রাটের শিকার খোদ বিগ-বি

ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া (special intensive revision) চলছে দেশের বিভিন্ন রাজ্যের। আরে সেই রিভিশন পর্বেই উঠে এল...

শীতের কামড় কলকাতায়! শনির সকালে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশার দাপট 

উইকেন্ডে ভরপুর শীতের (Winter) আমেজ। এক ধাক্কায় পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে। শনির সকালে কলকাতার তাপমাত্রায় দিনটিকে মরশুমের...