Thursday, August 21, 2025

পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন শুভমান গিল

Date:

Share post:

পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন শুভমান গিল। হায়দরাবাদে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৮ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ওপেনিং ব্যাটসম্যান। ৪৯তম ওভার শুরুর সময়ও ১৮২ রান অপরাজিত ছিলেন গিল। লকি ফার্গুসনকে টানা তিন ছক্কায় ২০০ পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত আউট হন হেনরি শিপলির বলে, ইনিংসের ৪ বল বাকি থাকতে। প্রথম ম্যাচে ভারত তুলেছে ৮ উইকেটে ৩৪৯ রান।
গিলের আগে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা ও ঈশান কিষান। সর্বশেষ গত ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে এ মাইলফলকে যান কিষান। সব মিলিয়ে গিলের ইনিংসটি ছেলেদের ওয়ানডেতে দশম ডাবল সেঞ্চুরি, রোহিত শর্মার একারই আছে তিনটি এমন ইনিংস।
গিল অবশ্য একটি জায়গায় সবার চেয়ে এগিয়ে। আজ তাঁর বয়স ২৩ বছর ১৩২ দিন। সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন তিনি, ছাড়িয়ে গেলেন কিষানকে। চট্টগ্রামে ডাবল সেঞ্চুরির দিন কিষানের বয়স ছিল ২৪ বছর ১৪৫ দিন।
ফিফটি করতে গিলের লেগেছিল ৫২ বল, এরপর সেঞ্চুরিতে যান মাত্র ৮৭ বলেই। ৪৩তম ওভারের চতুর্থ বলে মাইকেল ব্রেসওয়েলকে ছক্কা মেরে ১৫০ পূর্ণ করেন তিনি। অন্য প্রান্তে ওয়াশিংটন সুন্দরের পর শার্দূল ঠাকুরও ফিরে যান, ৪৭তম ওভার পর্যন্ত আর কোনো বাউন্ডারিই পাননি গিল। ইনিংসের ৩ ওভার বাকি থাকতেও ডাবল সেঞ্চুরি থেকে ৩১ রান দূরে দাঁড়িয়ে ছিলেন।
ব্লেয়ার টিকনারকে ৩ বলের মধ্যে ২ ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি নিয়ে আসেন নাগালের মধ্যে। ফার্গুসনকে মারা ছক্কার হ্যাটট্রিকে ডাবল সেঞ্চুরি পূর্ণ হয় ১৪৫ বলে। পরের ওভারে শিপলিকে আরেকটি ছক্কা মেরেছিলেন, যদিও আউট হন পরের বলেই। ইনিংসে গিল সব মিলিয়ে মেরেছেন ৯টি ছক্কা, সঙ্গে ছিল ১৯টি চার।গিল ডাবল সেঞ্চুরি করলেও আজ আর কোনো ভারতীয় ব্যাটসম্যান ফিফটিও করতে পারেননি। এর আগে ডাবল সেঞ্চুরি ইনিংসগুলোর মধ্যে এমন হয়েছিল শুধু মার্টিন গাপটিলের ক্ষেত্রে, সেবার দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেছিলেন রস টেলর। আজ গিলের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। গিল অংশ ছিলেন তিনটি ফিফটি জুটির—রোহিত, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে। সব মিলিয়ে গিল আজ একাই করেছেন ভারতের ৫৯.৭৭ শতাংশ রান। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যেটি তৃতীয় সর্বোচ্চ।

spot_img

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...