Saturday, November 15, 2025

থিম ‘দুর্গা ও নারী ক্ষমতায়ন’, সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলোকে ছাড়পত্র কেন্দ্রের

Date:

Share post:

গত বছর সাধারণতন্ত্র দিবসের(Republic Day) প্যারেডে জায়গা দেওয়া হয়নি বাংলার ট্যাবলোকে(Tabolo)। যা নিয়ে রাজ্য-কেন্দ্র বিবাদ কিছু কম হয়নি। তবে এবার অবশ্য রাজধানীর রাজপথে বাংলার ট্যাবলোকে জায়গা দিতে কোনও জলঘোলা করল না কেন্দ্র(Central)। চলতি বছর ২৬ জানুয়ারি দিল্লির(Delhi) কর্তব্যপথে বাংলার ট্যাবলোকে ছাড়পত্র দিল কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি।

উৎসব মরসুমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উতসবকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ (Intangible Cultural Heritage) তকমা দিয়েছে ইউনেস্কো (UNESCO)। এই পুজোকে থিম করেই ট্যাবলো সাজানোর উদ্যোগ নিচ্ছে রাজ্যসরকার। পাশাপাশি তুলে ধরা হবে রাজ্যের নারীশক্তির ক্ষমতায়ণকেও। এবার দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলোর থিম হতে চলেছে ‘দুর্গা ও নারী ক্ষমতায়ন’। দুর্গাপ্রতিমার সঙ্গে মহিলা ঢাকিরা থাকবেন। ঢাকের বাজনার সঙ্গে শোনা যাবে চণ্ডীপাঠ। কলকাতার পুজো যে এবছরই ইউনেস্কোর সম্মান পেয়েছে, সেটাও প্রচার করা হবে ট্যাবলোতে।

উল্লেখ্য, গতবার সুভাষচন্দ্র বসুর (Subhash Chandra Bose) ১২৫তম জন্মবার্ষিকীকে থিম করে দিল্লিতে ট্যাবলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে সেই ট্যাবলো বাতিল করে দেয় কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রকের বিশেষজ্ঞদের দল। তার আগে ২০২০ সালে বাংলার পাঠানো ‘কন্যাশ্রী’, ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পের আদলে তৈরি ট্যাবলও প্রত্যাখ্যান করে কেন্দ্র। পরপর এভাবে বাংলার ট্যাবলো বাতিলের ঘটনায় স্বাভাবিকভাবেই শুরু হয় কেন্দ্র রাজ্য তরজা। অভিযোগ ওঠে রাজনৈতিক কারণেই বারবার বাতিল করা হচ্ছে বাংলার ট্যাবলো। তবে এবার অবশ্য হেরিটেজ তকমা পাওয়া বাংলার দুর্গাপুজোর থিম বাতিল করল না কেন্দ্র।

spot_img

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...