Sunday, August 24, 2025

প্রাপ্য টাকা না দিয়ে কাজের পর্যবেক্ষণে রাজ্যে কেন্দ্রীয় দল, তোপ দাগলেন মমতা !

Date:

Share post:

রাজ্যকে (West Bengal) প্রাপ্য থেকে দিনের পর দিন বঞ্চিত করে একের পর এক পর্যবেক্ষক দল (Observer team) পাঠিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে কেন্দ্র (Central Government)। এবার গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা (Administrative Meeting) থেকে মুখ্যমন্ত্রী (CM) বলেন , “কারওর বাড়িতে একটা চকোলেট বোমা ফাটলেও এনআইএ পাঠাচ্ছে। আর বিএসএফ যখন গুলি করে মানুষ মারে তখন তো কেন্দ্রীয় দল আসে না!” আবাস যোজনা, মিড ডে মিলের পর এবার ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগ পেয়ে কেন্দ্রীয় দল পাঠান হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

নবান্ন (Nabanna) সূত্রে খবর চলতি মাসেই রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল আসবে বলে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের (Union Ministry of Rural Development) তরফে একটি চিঠি পাঠান হয়েছে। গত ১৩ তারিখ নবান্নকে চিঠি দিয়ে বলা হয়েছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে সংশ্লিষ্ট মন্ত্রকের অধীনস্থ ১১টি প্রকল্পের অগ্রগতি দেখতে ফিল্ড ভিজিজ করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। প্রসঙ্গত ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে বারবার অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাপ্য টাকা না দিয়ে পর্যবেক্ষণের নামে বিজেপির (BJP) এই প্রহসনকে উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করেছেন রাজনৈতিক মহলের একাংশ। কথায় কথায় রাজ্যে কেন্দ্রীয় দল পাঠাবার কথা বঙ্গ বিজেপির তরফে দাবি করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে গর্জে উঠেন। তিনি বলেন, “উত্তরপ্রদেশে যখন মেয়েদের উপর অত্যাচার হয়, তখন কতজনকে পাঠাও? খালি কুৎসা আর অপপ্রচারের রাজনীতি।”

নবান্ন সূত্রে জানা যাচ্ছে , দুই চব্বিশ পরগণা, আলিপুরদুয়ার, বীরভূম , হুগলি, মালদা, মুর্শিদাবাদে যাবে কেন্দ্রীয় দল। যে ১১টি প্রকল্পের অগ্রগতি তাঁরা খতিয়ে দেখবেন তার মধ্যে রয়েছে-১০০ দিনের কাজ, দিনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা, গ্রামীণ সড়কের উন্নয়ন, ডিজিটাল ল্যান্ড রেকর্ড-সহ একাধিক প্রকল্প। রাজ্যের ১২ জেলায় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করবে কেন্দ্রের প্রতিনিধি দল।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...