Tuesday, May 6, 2025

৯০০টি বুকস্টল ৯টি তোরণ, আরও চমক ৪৬তম কলকাতা বইমেলায় !

Date:

Share post:

শুরু হতে চলেছে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩ (46th International Kolkata Book Fair)। হাতে বাকি আর মাত্র ৯ দিন । আগামী ৩১ জানুয়ারি থেকে কলকাতার সেন্ট্রাল পার্ক ময়দানে (Central Park Ground)এই বইমেলার আয়োজন করা হয়েছে যা চলবে ফেব্রুয়ারির ১২ তারিখ পর্যন্ত। শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনের (PC)আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গিল্ডের (Publishers & Booksellers Guild) সভাপতি সুধাংশু দে, সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় (Tridib Chatterjee),কোষাধ্যক্ষ তাপস সাহা সহ অন্যান্যরা। ত্রিদিব চট্টোপাধ্যায় জানান আগামী ৩০ জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক কলকাতা বইমেলার (46th International Kolkata Book Fair)উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার থিম কান্ট্রি স্পেন (Spain) ।

সোমবার দুপুরে সল্টলেক বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন গিল্ড-এর প্রতিনিধি দল এবং বিধাননগর পুলিশ কর্তারা । এরপর আজ শুক্রবার গিল্ডের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে বইমেলা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বইমেলা প্রাঙ্গণে উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন স্পেনের মন্ত্রী মারিয়া খোসে গালবেজ সালভাদোর, বাংলার বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ রাজ্যের অন্যান্য বিশিষ্টজন ও সাহিত্য প্রেমীরা। ৭০০ টি ছোট বড় বুক স্টলের পাশাপাশি ২০০ টি লিটল ম্যাগাজিন স্টল থাকবে বলে এদিন জানান হয়। প্যারীচরণ সরকার এবং মাইকেল মধুসূদন দত্তের জন্মের দ্বিশত বর্ষ উপলক্ষ্যে দুটি হল থাকছে এবারের বইমেলায়। লিটল ম্যাগাজিন (Little Magazine Pavilion)প্যাভিলিয়ন হবে রমাপদ চৌধুরীর নামে। মৃণাল সেন এবং তরুণ মজুমদারের নামে দুটি মুক্তমঞ্চ করা হবে। এই বছর সবথেকে বেশি স্টল হতে চলেছে বলে আশাবাদী গিল্ডের (Publishers & Booksellers Guild)কর্তারা। ৯টি তোরণ তৈরি করা হচ্ছে যার প্রতিটি দিয়েই প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা থাকবে। স্পেনের তোলেদো গেটের আদলে একটি তোরণ হবে বলে জানা গেছে। এছাড়া রাজা রামমোহন রায়, নজরুল স্মরণেও একটি করে তোরণ থাকবে। বিশ্ববাংলার নামেও গেট রাখা হবে বলে জানা যাচ্ছে। ত্রিদিব চট্টোপাধ্যায় এদিনের সাংবাদিক বৈঠকে বলেন বইমেলা উপলক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত মেলা স্পেশাল বাস চালান হবে। শিয়ালদহ মেট্রো উদ্বোধনের পর যেহেতু প্রথম বইমেলা এটি, তাই বইপ্রেমীদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন প্রত্যেকেই। বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনা করে অটো ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে।

spot_img

Related articles

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...